আমাদের কথা খুঁজে নিন

   

চাইলে এই মূহুর্তেই বন্যার্তদের সাহায্যার্থে বাস্তব সম্মত কিছু একটা করতে পারেন...

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

সম্ভবত অনেকেই জানেন। যারা জানেন না তাদের জন্য লিখছি। যাদের ব্যাক্তগত মোবাইল রয়েছে যাদের তারা চাইলেই বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসতে পারেন। এখন পর্যন্ত বাংলালিংক ও ওয়ারিদ গ্রাহকরা সাহায্য করতে পারছেন। বিস্তারিত নিচে দেয়া হলো।

বাংলা লিংক: ১) ম্যাজেস অপশনে গিয়ে নিউ ম্যাসেজ ক্রিয়েট করুন ২) help টাইপ করুন ৩) ১০১০ নাম্বারে সেন্ড করে দিন। প্রতি এসএমএসে ১০ টাকা করে জমা হবে বাংলালিংকের ত্রান ভান্ডারে। ওয়ারিদ টেলিকম: ১) মেসেজ অপশনে গিয়ে নতুন ম্যাসেজ তৈরি করুন ২) টাইপ করুন hope amount (amount = ১০, ২০, ৫০ যত পারেন) ৩) পাঠিয়ে দিন ৯৯১১ নাম্বারে যত এমাউন্ট লিখবেন ততই জমা হবে। দশ/বিশ টাকা আপনার জন্য কিছুই নয়। কিন্তু লাখ লাখ গ্রাহক যখন অংশগ্রহন করবে, তখন বিশাল এমাউন্ট দাড়িয়ে যাবে।

সুতরাং সবাই অংশগ্রহন করুন... সবার হাত প্রসারিত হোক। -- ধন্যবাদ বাংলা লিংক ও ওয়ারীদ টেলিকম কে। আশা করি গ্রামীন এবং সিটিসেলও এগিয়ে আসবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.