আমাদের কথা খুঁজে নিন

   

জলপাই রঙে রাঙা আমাদের ক্রিকেট টিম

টুকিটাকি ভাবনাগুলো

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অতি সম্প্রতি একটি ক্যু হয়ে গেছে (খবর)। দুর্নীতিতে ভরা রাজনীতিবিদদের পদচারনা এক্ষেত্রেও ছিল। তাই এই শুদ্ধি অভিযান। একজন মেজর জেনারেল বোর্ডের দায়িত্ব নিয়ে ক্রিকেট আমাদের টিমের পারফর্মেন্স বাড়ানোর শপথ নিয়েছেন। গত দুই সিরিজের যাচ্ছে তাই পারফর্মেন্সের কিছুটা উন্নতি যদি হয় এবার।

আগামী মাসের টোয়েন্টি২০ বিশ্বকাপের জন্যে প্রস্তুতি তাই এবার হবে মিলিটারী কায়দায়। আগামী ১১ আগস্ট থেকে সিলেটে শুরু হবে বিশেষ মিলিটারী ওয়ারফেয়ার ইউনিটের অধীনে 'বিশেষ বুট ক্যাম্প' (খবর)। বাংলাদেশের অধিনায়ক আশরাফুল বলেছেন তারা মিলিটারী ট্রেনিং পাবেন শুনে খুবই খুশী (খবর )। দেখা যাক স্বঘোষিত "উই আর দি এলিটদের' ডান্ডার নীচে এবার বাঙালীর ঠান্ডা মাথার পারফরমেন্স হয় কি না। এর মধ্যে নতুন কোচ শন উইলিয়ামসকে ইন্টেরিম কোচ হিসাবে রাখা হয়েছে।

নতুন কোচের একটি শর্টলিস্ট করা হয়েছে (খবর)। কিন্তু নিয়োগটি আসলে কখন হবে তার কোন ঠিক নেই। উপরের খবরগুলো পড়ে কেন যেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিরই একটি প্রতিলিপি পাওয়া গেল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।