জীবন গঠনে নিজেস্ব প্রতিক্রিয়ার দায় বেশি, ঘটে যাওয়া ঘটনার ভূমিকা সামান্য।
মোবাইলটা পানিতে চুবানি খেয়েছে। ব্যাগে পানির বোতলের মুখ আলগা হয়ে কখন পানি চুইয়ে পড়ে মোবাইলকে চুবানি খাওয়ালো, টেরই পাই নি। এখন সুইচ অন করলেই স্ক্রীনে ফর ফর করে ডিজিট উঠতে থাকে। আপনাতেই।
কিছুক্ষণ পরে ইংবং%ঁ# নাম্বারে ডায়াল হওয়া শুরু হয়। পরক্ষনেই দেখি স্পীকার অন হয়ে কথা জোরে কথা হচ্ছে। ভয় খেয়ে সজোরে সুইচ অফ বাটনে চাপ দেই। আরও কিছু নাটক হয়ে অবশেষে ফোন অফ হয়। অন্ধকার স্ক্রীনের তলে তখন বাষ্প হওয়া পানি।
হেয়ার ড্রায়ারটা আরেকটু জোরে বাড়িয়ে দিয়ে ফোনের উপর ঝুলাতে থাকি। সন্ধ্যা থেকে এ-ই চলছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।