আমাদের কথা খুঁজে নিন

   

@বইপাগল



মিলাদ ো জন্মোতসব নিয়ে লেখাটির জন্য ধন্যবাদ। কিছু যোগ করতে চাই: মিলাদ মানে জন্মদিন। বাংলাদেশে যখন তখন মিলাদ পড়ানো হয় অর্থ না জেনে। মোল্লাদের জিজ্ঞেস করলে উত্তর দিতে পারেনা বা দায়সারা একটা উত্তর দেয়। এসব বেদায়েদ কাজ শুধু আমাদের দেশেই মোল্লারা প্রবর্তন করেছে তাদের সুবিধার জন্য।

একমাত্র ঈদে মিলাদ উন্নাবী উতযাপন করা যায়। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্মদিন, আন্নাবী মানে নবীর জন্মদিনে। তাহলে অর্থটা এমন দাড়ায়: নবীর জন্মদিনে আনন্দ কর। কিভাবে আনন্দ করবে? আরবের মানুষ তখন আনন্দ প্রকাশ করত মিষ্টি বিতরন করে। মিষ্টিকে বলা হয় হালাউয়া আমারা যাকে হালুয়া বলে থাকি।

যে কোন ধরনের মিষ্টি। সুজি দিয়ে হালুয়াকেই শুধু বুঝায় না। এই আনন্দ উতযাপন বাধ্যতামূলক নয়। যার ইচ্ছে করতে পারে। তাছাড়া আর কোন মিলাদের কথা হাদিস কোরানে কোথায়ো আছে বলে অন্তত আমি জানিনা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।