আমাদের কথা খুঁজে নিন

   

বইপাগল আসলে কিসের পাগল?

এই ভূমিতে রাজাকাররা আশ্রিতমাত্র

একটা জিনিস সবাইরে খিয়াল করতে কই। বইপাগল নামক ব্লগারের গত কয়দিনের পোস্টগুলি দ্যাখেন। আগে সে একটা কবিতা নাইলে বইয়ের কতা কয়। কয় মিনিট পরে একখান ওয়াজ মার্কা পোস্ট। আমি কই ধান্দাডা কি? তিনদিন ধইরা সে আনিসুল হকের 'মা' বইটারে কিস্তি কইরা পোস্ট মারতাছে।

খিয়াল করেন, 'মা' লেখা হইছে এক মুক্তিযোদ্ধা আর তার মায়েরে নিয়া। কথাডা মুক্তিযুদ্ধ। এই বইপাগলা সেই মুক্তিযুদ্ধের বইডারে ঢালের মতন ব্যবহার করতেছে। লগে লগে তার জামাতি প্রোপাগান্ডা, এজেন্ডা। ভাবটা এমন, আরে আমি তো মুক্তিযুদ্ধের কতা কই! কিন্তু ঘোমটার নিচে খ্যামটা নাচ চলতাছে।

যখন হগ্গলে ইনক্লুডিং তিনকোনা চিটাগাং লইয়া পোস্টায়, তখনো জামাতি এজেন্ডা থাইমা থাকে না। এইডারে খিয়াল করন দরকার। কেউ যদি পারেন, আনিসুল হকরে খবরডা দিয়া দ্যান। আমার মনে হয় না আনিসুল হক তার বইরে জামাতিগো ঢাল হিসাবে ব্যবহার করতে অনুমতি দিব।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।