পল্টু খেপেছে বেশ
তাই তেল মাখা বাঁশ ছেড়ে বানর উঠেছে গাছে,
পল্টু খেপেছে তাই
জ্যামিতির আঁকিবুকি গিলেছে মাগুর মাছে।
আসছে তেড়ে পল্টু
এই বুঝি সুদকষার গালে
মারে কষে দুটো রাম চড়
পিথাগোরাসকে দেখিয়ে বলছে
ধর তো ব্যাটাকে ধর!
পালা! সবে পালা!
মগডালে চড়ে চেঁচিয়ে মরছে
ত্রিকোণমিতির খালা।
পল্টু করেছে পণ,
সে আজ করবে অঙ্ক
ছুটি নেই তাই যোগ-বিয়োগের সামান্য কিছুক্ষণ
পল্টু করবে অঙ্ক?
সেকি আতঙ্ক সংখ্যার মনে
উপপাদ্য লুকিয়েছে সুন্দরবনে।
ওরে বাবা! বলে সদ্য
অজ্ঞান সম্পাদ্য,
কমেনা একটুখানি ক্যালকুলেটরের গতি,
হুমড়ি খেয়ে আছড়ে পড়ে পেটমোটা পরিমিতি,
আর লাভ-ক্ষতি তালাবদ্ধ।
আজ ভালোই খেপেছে পল্টু
দেবে নাকি টাইট
গণিতের নাট-বল্টু।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।