আমাদের কথা খুঁজে নিন

   

স্টার্ট মেনুকে জঞ্জালমুক্ত করুন

হেথায় কিছু লিখব বলে চায় যে আমার মন, নাই বা লেখার থাকল প্রয়োজন!

আপনার কম্পিউটারে যদি খুব অল্প সংখ্যক প্রগ্রাম ইনস্টল করা থাকে, তাহলে কোন সমস্যা নেই। কিন্তু যদি আপনার কম্পিউটারে চল্লিশ-পঞ্চাশটা প্রোগ্রাম ইনস্টল করা থাকে, তাহলে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আপনার Start > All Programs লিস্টের অবস্থাটা কি হয়েছে? এতগুলো প্রোগ্রামের লিস্ট দেখতেও দৃষ্টিকটু লাগে তাছাড়া এর মধ্য থেকে প্রয়োজনীয় প্রোগ্রামটা খুজে বের করতেও একটু রিরক্তি লাগে। আপনি ইচ্ছে করলে প্রোগ্রামগুলোকে কয়েকটি গ্রুপে বিন্যস্ত করে এই ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন এবং সংক্ষিপ্ত ও দৃষ্টিনন্দিত একটি প্রোগ্রাম লিস্ট তৈরি করে নিতে পারেন। এর জন্য প্রথমে C:\Documents and Settings\All Users\Start Menu\Programs এবং C:\Documents and Settings\Mozammel Hosain Toha\Start Menu\Programs ফোল্ডার দুটি ওপেন করুন। Mozammel Hosain Toha এর পরিবর্তে অবশ্য আপনাকে আপনার User Name লিখতে হবে।

তবে ফোল্ডার দুটি ওপেন করার আগে আপনাকে Tools > Folder Options থেকে Show Hidden Files And Folders অপশন বাটনে ক্লিক করে লুকানো ফাইল-ফোল্ডার গুলো প্রদর্শন করে নিতে হতে পারে। এবার মনে করুন আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করা সবগুলো বাংলা গ্রোগ্রামকে Bangla Pro নামে একটি গ্রুপে স্থান দিতে চান। তাহলে ওপেন করা দুটি ফোল্ডারেই পৃথক পৃথক ভাবে Bangla Pro নামে দুটি সাব ফোল্ডার তৈরি করুন। এবার Programs ফোল্ডার দুটিতে অবস্থিত সবগুলো বাংলা প্রোগ্রামের ফোল্ডার এবং শর্টকট আইকন কাট করে Bangla Pro ফোল্ডার দুটিতে পেস্ট করুন। ব্যাস, তৈরি হয়ে Bangla Pro নামে নতুন একটি গ্রুপ, যে গ্রুপের অধীনে সকল বাংলা প্রগ্রাম অন্তর্ভুক্ত থাকবে।

এই একই পদ্ধতি অনুসরন করে আপনি আপনার কম্পিউটারের সবগুলো প্রোগ্রামকে অল্প কয়েকটি গ্রুপে স্থান দিতে পারেন এবং Start > All Programs লিস্টটাকে করে ফেলতে পারেন সম্পূর্ণ জঞ্জালমুক্ত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.