আমাদের কথা খুঁজে নিন

   

তিমির টুটে আসছে "ময়ূখ" (স্টার্ট কাউন্টডাউন)




বাংলাদেশের প্রথম ও পূর্ণাঙ্গ কবিতার ওয়েবপোর্টাল বাংলার কবিতা , ফেলতে যাচ্ছে তার প্রথম পদচিহ্ন; যা কাব্যপ্রেমীদের চন্দ্রে প্রথম পদচারণের উচ্ছ্বাস ও পুলক এনে দেবে বলেই আশা রাখি।

আর এই পদচিহ্নের নাম "ময়ূখ"। যেটি প্রকাশ হতে যাচ্ছে ১৪ এপ্রিল, ২০১৪; "বাংলার কবিতা"র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে। এখানে প্রকাশিতব্য ই-বুক "ময়ূখ" এর প্রচ্ছদ উন্মুক্ত করা হলো আপনাদের সবার জন্যে। খুশি

ই-বুকের প্রথম সংখ্যায় থাকছে "বাংলার কবিতা"য় নিবন্ধিত ৩০ জন কবির মোট ৬০ টি কবিতা।


কবিতা নির্বাচনের ক্ষেত্রে আমরা কবিতার বিষয়বস্তু, উপস্থাপনা, ভাষাশৈলী, রূপকল্প, শব্দ-ছন্, উপমা-উৎপ্রেক্ষা,ভাবের নতুনত্ব ও উপলব্ধির গভীরতাকেই প্রাধান্য দিয়েছি।
তাই "ময়ূখ" এর কবিতাগুলো পাঠকের হৃদয় ছুঁয়ে যেতে সক্ষম হবে করি।

তো আসুন, আবার এক উৎসবে মাতি, বেখেয়ালি, বেহিসেবি কিছু পথ হেটে আসি শিশু "ময়ূখ" এর হাত ধরে, দ্রোহ ও প্রেমে । ধন্যবাদ।

বিঃদ্রঃ প্রচ্ছদটি করেছেন বাংলার কবিতা'র প্রচার ও প্রকাশনা সম্পাদক রাতুল ইসলাম

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.