নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই
শুরু করুন ইকমার্স:
যুগ বদলেছে। যোগাযোগ এবং ব্যবসার ধারনাও বদলে যাচ্ছে। মানুষের হাতে অর্থ আসছে সময় কমছে। অর্থের পিছনে সারাদিন ব্যয় করে বাজারের মতো তুচ্ছ জিনিসে মুল্যবান কয়েকটি ঘন্টা ব্যয় করার মতো সময় কমে যাচ্ছে। আর তাই দেশে শপিংমল কালচার জমে উঠেছে।
ফোন শপিং এর সুবিধা চালু করলেও আবার বন্ধ করে দিয়েছে অনেকেই। বাংলাদেশের জন্য ইকমার্সের এখন পর্যন্ত মুল কাস্টোমার হলো প্রবাসী বাংলাদেশী। তবে পন্যের মুল্য পরিশোধের ঝামেলা এবং সহনীয় মুল্য হলে বাংলাদেশেও ইকমার্সের পর্যাপ্ত চাহিদা রয়েছ। বাংলাদেশে ক্রেডিট কার্ড ব্যবহারীর সংখ্যা প্রতি নিয়ত বাড়ছে । বাড়ছে দেশী বিদেশী কর্পোরেট অফিসের সংখ্যা যেখানে আকর্ষণীয় বেতনে তরুনেরা কর্মরত।
যাদের হাতে পর্যাপ্ত অর্থ আছে অথচ বাজারের মতো বিষয়ে সময় দেবার সুযোগ হয় না। অনেকেই বন্ধু-বান্ধবকে উপহার দিতে চান অনলাইনে অর্ডার দিয়ে। প্রিয় কাউকে সারপ্রাইজ দেবার সেরা মাধ্যম হতে পারে ইকমার্স।
বাংলাদেশীদের মধ্যে বিদেশে গমনের হার বেড়েছে। পড়ালেখা, চাকুরী ব্যবসা ইত্যাদি কারনে মানুষ বিদেশ যাচ্ছে।
তারা সরাসরি আত্নীয়-স্বজনদের বিভিন্ন উৎসব-পার্বনে অংশ গ্রহন করতে পারে না। তাই তাদের দেশীয় ইকমার্স সাইটগুলোর সাহায্য নিতে হয়।
বাংলাদেশে ইকমার্সের সম্ভবনা প্রতিনিয়ত বাড়ছে । পন্য ও সার্ভিসের গুনগত মান এবং সঠিক মুল্য নির্ধারনের মাধ্যমে বাংলাদেশী ইকমার্সেরও নিশ্চিত মুনাফার সুযোগ রয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।