আমাদের কথা খুঁজে নিন

   

কতৃপক্ষ জবাব দিন.......

এখানে নীল জল টলমল করে,এখানে নীলের ছায়া পড়ে

ডিয়র সামহয়্যার ইন, আমার পোস্ট মুছলেন কেন? আর মুছার আগে তো আমারে জানান ও নাই। এমন কি কোন ই মেইল ও করেন নাই। এমন কি কোন লিখা ও পেলাম না প্রথম পাতায়। কেন এটা মুছা হলো জানান।আপনাদের নিয়ম অনুসারে আপনারা আমাকে জানাবেন এটা ই কথা নিয়ম,অনিয়ম করে কি নীতিমালা প্রনয়ন করতে যান। পোস্ট মুছে ফেললে তো আর সত্য মিথ্যা হয়ে যাবে না। নাকি কথা গুলো খুব বেশী সত্য ছিল, যা আপনাদের ভীত করে ফেলেছে।নয়তো আমার মতো এই রকম কম পপুলার কোন ব্লগারের লিখা মুছে ফেলার কোন কারন খুজে পেলাম না। আমি কারন জানতে চাই, কেন মুছেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।