আমাদের কথা খুঁজে নিন

   

বিপাকে পাকিস্তানি কতৃপক্ষ

এবোটাবাদে অভিযানের কয়েক দিন আগে মার্কিন নেভির জাহাজে CIA অফিসিয়ালদের সাথে সেনা প্রধান ও ISI প্রধান। বিতর্ক এড়াতে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রনালয় এই বিবৃতি দেয়া ছাড়া আর কিছু করার ছিলনা। তাদের আভ্যন্তরিন একটি মামলায় হলফনামাতে বিদেশে একটি পক্ষ যে এত বিপদে পড়বে বুঝতে পারে নাই। এখন দুররানি রা এখন অশ্বীকার করবেই। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রনালয়ও গতকাল একটি দায়সাড়া বিবৃতি দিয়ে অশ্বীকার করে মিত্রকে বাঁচানোর চেষ্টা করতে দেখা যায় হলফনামার কপিটি না দেখিয়েই।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রনালয় কি বাল টা জানে? যেখানে প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীও জানেনা? এইতো কদিন আগেই প্রধানমন্ত্রীকে হুমকি দিল দেশটির সেনাবাহিনী। সেনাপ্রধান। Click This Link ISI কি কি কুকর্ম করে সরকার কখনোই জানেনা। দুররানির হলফনামায়ও সেই কথাটা তো স্পষ্ট ভাষায় উল্লেখ ছিল। অথচ কোর্টে সাবমিট করা অরিজিনাল হলফনামায় 'নামটা' ঠিকই আছে।

এটা কখনোই মোছা সম্ভব না। হয়তো সাবমিট করা হলফনামার কপি আর কখনোই আলোর মুখ দেখবেনা। হামিদুররহমান কমিশন রিপোর্টের মত। যা ৩০ বছর আটিকে রাখার পর আংশিক প্রকাশিত হয়েছিল। হলফনামাটি গ্রহন করার পর কোর্টের বক্তব্যও ছিল তীব্র আক্রমনাত্বক।

বলা হয় আইএসাই সরকারের নিয়ন্ত্রনের বাইরে একটি নোংড়-জঘন্য গোয়েন্দা সংস্থা। মার্কিন CIA সুরু থেকেই ISI কে ব্যবহার করছে তার দুশকর্মে। আবার এরাই বিদেশী সন্ত্রাসি-বোমাবাজদের অর্থ, অস্ত্র সর্বরাহ করছে। আইএসাই তার মিত্রদের টাকা দেয় - এটা সাভাবিক, কোন নতুন ঘটনা না। উলফার জন্য ১০ট্রাক অস্ত্রের টাকাও ISI এর ছিল।

মার্কিন সহায়তায় তালেবান সন্ত্রাসিদের এরাই গঠন করে, যা এখন সবারই নিয়ন্ত্রনের বাইরে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।