অতি দক্ষ মিথ্যুক না হলে সত্যবাদিতা উৎকৃষ্ট পন্থা
কাউকে না কাউকে দায়িত্ব নিতে হয়, কাউকে না কাউকে আবর্জনা পরিস্কারের কাজটা শুরু করতে হয়, নোটিশ বোর্ড বেশ লম্বা একটা আচরন বিধি সাজিয়ে রেখেছেন, ব্লগের টার্মস এবং কন্ডিশন নামক সেই শিখন্ডি বিষয়টার প্রযোজ্যতা নেই, অহেতুক ব্যক্তি আক্রমন, পোষ্টের সাথে সম্পর্ক বিহীন বেহুদা প্যাঁচাল এবং কোনো ব্লগারের প্রতি কটু বাক্য বর্ষণের বিরোধি কিছু নীতিমালা সাজিয়ে রাখা হয়েছে যার কোনো প্রয়োগ নেই।
আমাদের শালীনতার ধ্বজাধারী কূলীন ব্লগারের মিউ মিউ স্বর অপ্রয়োজনে উঁচু হলেও কেউ কাদা মাখতে রাজি নয়, ঠিক প্রয়োজনীয় সময়ে প্রয়োজনীয় কথাটা না বলে, যখন আপদ দুর হয়ে যায় তখন তাদের ক্ষয়ে যাওয়া ল্যাজের মতো জিহবা আবার সচল হয়ে বেশ চমৎকার নড়তে থাকে,
আমাদের শালীন কূলীন ব্লগারদের গত পরশু কোথাও খুঁজে পাওয়া গেলো না,
হার্ভি ক্রাম্পেট নামক এক ব্লগারের পোষ্টে এসে হে হে হে নামক একজন ব্লগার অহেতুক গালাগালি শুরু করার সময়ও নোটিশ বোর্ডের তৎপড়তা নেই, আশা ছিলো তারা আমার পোষ্টটা পড়ার পর সচল হবেন তবে সেই ব্লগারের আই পি ট্রাক করে দেখা গেলো তা ফ্রান্সের কোনো এক জায়গা থেকে আসছে- পরবর্তিতে ওয়ালীর ব্লগে এসে সেই ভদ্্রলোক দাবী করেছেন তার আমাকে গালি দেওয়ার বাসনা হয়েছিলো তাই তিনি এমন করেছেন-
খুবই ভালো কথা, আমাকে গালি দেওয়ার ইচ্ছা থাকলে আমার পোষ্টে এসে গালাগালির চর্চা করলেই হতো, সেটা না করে কোনো এক হার্ভি ক্রাম্পেটের পোষ্টে গিয়ে কেনো গালাগালি শুরু করা।
আমার কথা অনেকের পছন্দসই নয়, সবার পছন্দসই হতে হবে, সবাই আমাকে ভালো বলবে এই ভড়ং ধরার বিষয়টা আমি দুর শৈশবের সাথে রেখে এসেছি, তাই আমার এইসব শালীনতার মোহনবানী শুনিয়ে বা মানুষের মন রক্ষা করে বাহবা কুড়ানো আগ্রহে ঘাটতি আছে।
আজ হেমায়েতপুরী বলে একজন মহান ব্লগার শাহানা- আস্তমেয়ে, মাহবুব মোর্শেদ, সুমন চৌধুরী, মৃন্ময়ের পোষ্টে এসে বাজে কথা বলে গেলো, অহেতুক বাজে কথা, কিংবা অপ্রাসঙ্গিক বাজে কথা,
হয়তো তার কোনো মহান উদ্যেশ্য বিদ্যমান, নোটিশ বোর্ডের কুম্ভকর্নিয় ঘুম ভাঙানোর চেষ্টা করছে গালি দিয়ে, নোটিশ বোর্ডের অথর্বতা, বিকলাঙ্গতা দুরকরন প্রকল্পের অংশ হিসেবে গালির ব্যাবহার বোধ হয় খুব ভালো একটা বিষয়,
এর আগেও নোটিশবোর্ড বেশ কজন মানুষের বিরুদ্ধে ব্যাবস্থা নেয় নি, তাদের কল্পিত ব্লগের টার্মস এবং কন্ডিশনের উপযোগিতা নেই,
যদি আইন থাকে এবং তার সচ্ছ প্রয়োগ না ঘটে তাহলে প্রশাসনের অদক্ষতা এবং দূর্ন ীতিপরায়নতার পরিচায়ক হয়ে উঠে এই অবস্থান।
আমার ধারনা ভূল হতেও পারে তবে এখানে কতিপয় ব্লগারের বিরুদ্ধে কূপিত নোটিশবোর্ডের ভাবচককর দেখে মনে হয়, মুক্তচিন্তা প্রাইভেট লিমিটেড নামক ব্লগার প্রথম থেকেই অর্ধনগ্ন ছবি দিয়ে পোষ্ট সাজালেও নোটিশ বোর্ড নির্বিকার থাকলো, এবং অন্য একজন খোলা পিঠ দেখিয়ে নোটিশবোর্ডের বিরাগ ভাজন হলো,
নয়া বোকাই নামক একজন ব্লগার প্রকৃতিবাদীদের আনুবীক্ষনীক ছবি দেওয়ার পর এখানের শালীনতার প্রবর্তক হাবীব মহাজন ভাই নিজের পোষ্ট মুছে আত্নত্যাগের নমুনা পেশ করলেন, এর পর টোকাই নামক ভদ্্রলোক ন্যাংটা ছবি দেওয়ার পর আরও মনোহর হলো অবস্থা, মুক্তচিন্তা প্রাইভেট লিমিটেডের ব্লগের ছবি বা পোষ=ট মুছা হয় নি,
ছবির বিষয়ে বিধি নিষেধ নেই, অপ্রাসঙ্গিক মন্তব্য এবং হেনেস্থার বিরুদ্ধেও কোনো ব্যাবস্থা নিতে অপরাগ নোটিশবোর্ডের অক্ষমতা ছিলো বিধায় গতপরশু আমাকে একটা পোষ্ট খুলে এইসব অহেতুক গালিবাজ পাবলিককে গালি দেওয়া শুরু করতে হয়েছিলো।
দায়িত্ব নিতে জানতে হয়, কারো না কারো উপর দায়িত্ব এসে পড়ে, সবাই দায়িত্ব এড়িয়ে গেলেও প্রকৃত মানুষেরা দায়িত্বের দিকে পিঠ প্রদর্শন করে না।
নিজেকে এখনও মানুষ ভাবি তাই এইসব অহেতুক অপ্রাসঙ্গিক হেনেস্থামূলক বক্তব্যের বিপরীতে নিজেকে দাঁড়াতে হয়।
আজও দাঁড়াবো।
বেচারা হেমায়েতপূরি মিয়াকে গালি দেওয়ার জন্য কালকে পোষ্ট খুলবো, আশা করবো এর আই অপ্রিয় কাজটা আমাকে করতে হবে না।
ব্লগ কতৃপক্ষ হে হে হে, রাস্কেল, রাস্কেল(..........) এবং হেমায়েতপূরি সহ আরও কিছু পুরোনো ব্লগার যারা শুধুমাত্র াস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে অশালীন অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।