আমাদের কথা খুঁজে নিন

   

মিউজিশিয়ান ফুয়াদের নতুন অ্যালবাম বন্য

গভীর কিছু শেখার আছে ....

গত ২০ জুলাই জি-সিরিজ থেকে বের হয়েছে ফুয়াদ আল মুকতাদিরের বাংলাদেশে প্রথম প্রডাকশন বন্য। অ্যালবামে মোট গান আছে ১৮টি। অ্যালবামের অনুপ্রেরণা হলো মানুষের পশু প্রবৃত্তি। মানুষের বন্য দিকটা, এ জন্যই এর নাম বন্য। অ্যালবামের ভূমিকায় বলা হয়েছে কোনো মুরব্বির সামনে অ্যালবামটি না শোনার জন্য, কভারে ফুয়াদও সেটাই লিখেছেন।

কেন বয়স্ক কারো সামনে শোনা ঠিক হবে না তা পরিষ্কার হয়ে যাবে ফুয়াদেও গাওয়া জংলি গানটি শুনলেই। মানুষের পশু প্রবৃত্তির চূড়ান্তই প্রকাশ পেয়েছে এ গানের কথায় যা ফুয়াদ নিজেই লিখেছেন । পশু প্রবৃত্তি বলতে মানুষের সেক্সুয়াল ডিজায়ারের কথা বলা হয়েছে। তবে সেটা খুবই ভদ্রভাবে। এ দেশে উদার মনের মানুষ খুব বেশি না থাকায় গানটি হয়তো সমালোচিত হবে।

গানে বলা হয়েছে, কোনো মানুষই পাওয়া যাবে না যার মাঝে পশু প্রবৃত্তি নেই। বর্তমান সমাজের অনেক বাস্তব ব্যাপারই গানের কথায় এসেছে। এমন সাহসী পদক্ষেপের জন্য ফুয়াদকে অভিনন্দন। গত বছর আবার জিগায় গানটি যে রকম সুপারহিট হয়েছিল, জংলি গানটিও তেমনটাই হওয়ার সম্ভাবনা প্রচুর। মিউজিকালিও গানটি দারুণ সমৃদ্ধ।

দুর্দান্ত বেইজ গিটার বাজিয়েছেন ফুয়াদ। লাবিক, খমক ও দোতারা বাজিয়েছেন চমৎকার। সব মিলিয়ে বলা যায়, ফুয়াদের সুরে গানটি কাপিয়ে দেবে পুরো দেশের তরুণদের। পুনমের গাওয়া আশা ভোসলের খুব চেনা চেনা গানটির রিমেকটি চমৎকার হয়েছে। আরেকটি এন্টারটেইনিং গান দি দুষ্টু নাম্বার।

দুই র‌্যাপ ভোকালিস্ট র‌্যাপ ও বিশপের গাওয়া হিপহপ ঘরানার গান। ফুয়াদের ফিচারিংয়ে মিলা গেয়েছেন শুকনো পাতা গানটি। নজরুলের বিখ্যাত গান শুকনো পাতার দুটো লাইন এ গানের কোরাস। তবে সেটুকুরও পুরো গানেরই সুর ফুয়াদের নিজের। অ্যালবামের আরেকটি গান হিট ফিম।

আরজি বর্মণের শোন গো মেয়ে শোনো গানের রিমেক এটি। গত বছর প্রয়াত কিংবদন্তি গিটারিস্ট ও গায়ক নিলয় দাসের অসাধারণ একটি গান যখনি নিবিড় করে এর রিমেক গেয়েছেন এলিটা। ফুয়াদের দারুণ মিউজিক কম্পোজিশন, অর্থহীন ও সিএনএর গিটারিস্ট শিশিরের গিটার ওয়ার্ককে মাস্টারপিস বলা চলে। আর এলিটা তো গানটির মাঝে যেন ঢুকেই গেছেন, অসাধারণ তার কণ্ঠ। ফুয়াদের ফিচারিংয়ে আনিলা গেয়েছেন কালজয়ী গায়ক হ্যাপী আখন্দের কে বাশি বাজায় রে এর রিমেক।

শান্ত ও ফুয়াদ মিলে গেয়েছেন ভ্যারিয়েশন টোয়েন্টি ফাইভ অ্যালবামের অত্যন্ত জনপ্রিয় গান নিটোল পায়ে এর লাইভ। ফুয়াদের লাইভ পারফরম্যান্স কেমন ও কিভাবে হয় এটা জানার যে আগ্রহটা তার ভক্তদের মাঝে ছিল তা মিটবে এর মাধ্যমে। ফুয়াদের ফিচারিংয়ে শূন্য পারফর্ম করেছে প্রত্যাশা গানটি। অলটারনেটিভ হিপ হপ গানটি প্রত্যাশিত মানের হয়নি। প্রতিবাদের কথা গানটি ফুয়াদের ফিচারিংয়ে গেয়েছেন সিমিন।

আরএনবি ঘরানার গানটি চমৎকার গেয়েছেন তিনি। অ্যালবামের মৌলিক সুরের গানগুলোর মাঝে সেরা বলা যায় ফুয়াদের ফিচারিংয়ে উপলের গাওয়া তোর জন্য বন্য গানটিকে। নিজের সুরের গানকে কতো অসাধারণভাবে যে রিমেক করা যায় তার প্রমাণ তুমিহীনা গানটি। ফুয়াদের মায়া-২ অ্যালবামে এ গানটি গেয়েছিলেন অনি। এবার গেয়েছেন সিমিন।

তালসহ কম্পোজিশনে অনেক পরিবর্তন আনা হয়েছে। শুরুর মিউজিক কম্পোজিশনটুকুকে এ অ্যালবামের সেরা বলা চলে। কিবোর্ড ও বাশির দুর্দান্ত মিউজিক। সঙ্গীতপ্রেমী অনেকেই ভেসে যাবেন এর জাদুতে, অনি গেয়েছিলেন কাসিকাল ভয়েসে। সেখানে সিমিন গেয়েছেন মেলোডি বেইজড ওয়েস্টার্নাইজড ভয়েসে।

এতে গানটিতে অন্য রকম এক সৌন্দর্য যোগ হয়েছে। তার সুন্দর কণ্ঠ ও ফুয়াদের অনবদ্য কম্পোজিশন সব মিলিয়ে রিমেকটি আসল গানের চেয়ে অনেক ভালো হয়েছে। হাছন রাজার মাটির পিঞ্জিরা গানের রিমেক গেয়েছেন লাবণী। খুব একটা ভালো গাইতে পারেননি। ফুয়াদ অবশ্য ঠিকই তার ক্ষেত্রে মুনশিয়ানা দেখিয়েছেন।

জিঙ্কো বিটে চমৎকার মিউজিক কম্পোজিশন করেছেন। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের ভবিষ্যৎ আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলোর প্রতি শ্রদ্ধাশীল ফুয়াদ। তার প্রমাণ পাওয়া গেল প্রায়শ্চিত্ত গানে। ফুয়াদের ফিচারিংয়ে জনপ্রিয় আন্ডারগ্রাউন্ড ব্যান্ড আধো ভাইরাস গানটি পারফর্ম করেছে। ফুয়াদকে ধন্যবাদ আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের সঙ্গে কাজ করার জন্য।

অ্যালবাম শেষ করা হয়েছে ফুয়াদের ফিচারিংয়ে তার ভাই রাহাতের সূর্যের ঘরবাড়ি নামক কবিতার আবৃত্তি দিয়ে। ফুয়াদের প্রয়াত বাবা এম এ মুকতাদিরের লেখা কবিতা এটি। চমৎকার কবিতার কথাগুলো। দারুণ রাহাতের আবৃত্তি। আর ফুয়াদ এতোই অসাধারণ মিউজিক দিয়েছেন যে, ব্যাকগ্রাউন্ডে যা শুনলে বুকের মাঝে কেমন যেন করে ওঠে।

সব মিলিয়ে বন্য অ্যালবামটি এক কথায় অসাধারণ। তবে মৌলিক কম্পোজিশন আরো বেশি থাকলে ভালো হতো। কিন্তু মিউজিক কম্পোজিশনে ফুয়াদের দুর্দান্ত মুনশিয়ানা সে অভাব অনুভব করতে দেয়নি। বর্তমান বাংলাদেশের অন্যতম সেরা এ মিউজিক কম্পোজারের জন্য শুভ কামনা রইলো। কৃতজ্ঞতা : নাবিল হোসেন দীপ


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।