আমাদের কথা খুঁজে নিন

   

বাচ্চারা মোজা নোংরা করো তো



একটা বিজ্ঞাপন আছে, যেখানে বলা হয় বাচ্চারা মোজা নোংরা করো তো। মোজা নোংরা করতে বাচ্চাদের উতসাহিত (বানানটা ভুল হলো। খন্ড ত লিখতে পারছি না। ) করাটা কেমনতরো বিজ্ঞাপন। বাচ্চাদের তো এ ধরনের কাজে বারণ করা, বিরত থাকতে বলা উচিত।

বাচ্চাদের ভালো কথা বলতে, ভালো কাজ করতে বললে ভালো। বড়দের কাছ থেকেই তো বাচ্চারা শিখবে। আমার ব্যক্তিগত অভিমত বলি। এই বিজ্ঞাপনটি আমার ভালো লাগে নি। বিজ্ঞাপনটি যিনি বানিয়েছেন, তিনি হয়তো কেবল প্রচার-প্রসারের দিকটি খেয়াল করেছেন।

বাচ্চাদের মানসিক দিকটির কথা কম ভেবেছেন। এটি নিষিদ্ধ করতে আমি বলছি না। অন্তত বিষয়টি নিয়ে ভাবা যেতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।