আমাদের কথা খুঁজে নিন

   

টুথপেস্ট কিনুন তবে একটু মনযোগ দিয়ে । অবশ্যই পড়বেন ।


লেখাটি শুধু বাংলাদেশের মানুষের জন্য নয় । দেশ - বিদেশের যে কেউই এই ব্লগ থেকে উপকৃত হতে পারবেন । রেগুলার ২ বেলা / ১ বেলা কেউ টুথপেস্ট ইউজ করেন না এমন মানুষ খুজে পাওয়া মুশকিল । আমার এই ব্লগটা শুধু একটু সচেতনতা বাড়াবে । যখন কিনবেন তখন একটু মনযোগ দিয়ে একটা প্যারামিটার খেয়াল করবেন ।

যখন টুথপেস্ট কিনবেন তখন পেস্টের প্যাকেটের ঠিক নিচে একটা হালকা লম্বা দাগ দেখতে পারবেন । ইয়েস , এই দাগটা দেখেই আপনাকে কিনতে হবে । যদি সবুজ দাগ দেখেন তবে সেটা পুরাই ন্যাচারাল টুথপেস্ট । নীল থাকলে - ন্যাচারাল + মেডিসিন যুক্ত পেস্ট । লাল থাকলে = ন্যাচারাল + ক্যামিকেল কোম্পজিশন যুক্ত ।

কালো থাকলে = পিউর ক্যামিকেল যুক্ত পেস্ট । কেনার আগে দেখে শুনে বুঝে কিনুন । যা আপনার দাতের সাথে এবং মাড়ির সাথে যাবে সেটাই কিনুন । অনেকদিন পরে লিখলাম । ভালো থাকুন ।

সুস্থ থাকুন । ধন্যবাদ সবাইকে ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।