রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত হতে চলা শীতকালীন অলিম্পিকের আগে নতুন সতর্কবার্তা জারি করলো মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট।
যুক্তরাষ্ট্র থেকে রাশিয়াগামী বিমানগুলোতে বিশেষ নজরদারির ব্যবস্থা করার নির্দেশ দিয়ে নিরাপত্তা দফতরের কর্মীরা জানিয়েছেন, জঙ্গিরা টুথপেস্টের টিউবে বিস্ফোরক লুকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে৷ ফলে বিমানে ওঠার আগে প্রতিটি যাত্রীকে পরীক্ষার পাশাপাশি তাদের ব্যাগেও কড়া নজরদারি চালান হোক।
সম্প্রতি গোয়েন্দা সূত্রে বিস্ফোরক নিয়ে যাওয়ার নতুন এই পদ্ধতির কথা জানা গেছে। এমনিতেই সোচি অলিম্পিকে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। জানুয়ারি মাসে সোচির পাশেই হয়ে গেছেছে পরপর দুটি বিস্ফোরণ। তারপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন সতর্কবার্তা রাশিয়া প্রশাসনের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।