সেলুনে ঢুকে একজন জানতে চাইলো, তোমাদের এখানে চুলের কি কি কাট হয়?
চুল কাটে যে সার্জেন সে বললো, মিঠুন কাট - ২০ টাকা, সাবেক উত্তম কাট - ২৫ টাকা, রাজকুমার কাট - ৩০ টাকা, হালের অমিতাভ কাট - ৫০ টাকা, পুরী কাট - ২ টাকা । কোন কাট পছন্দ বলুন ।
মিঠুন কাটই দাও । ২০ টাকা তো?
আজ্ঞে হ্যা ।
সার্জেন খুব যত্ন করে মিঠুন কাটে চুল ছেটে দিলো।
কিন্তু মিঠুন কাট তার পছন্দ হলোনা ।
নাঃ এ কাট পছন্দ হলোনা হে ।
উত্তম কাট কত বললে?
আজ্ঞে ২৫ টাকা।
দাও, তাই দাও।
সার্জেন আবারও খুব যত্ন করে উত্তম কাটে চুল ছেটে দিলো।
কি হে, এওতো পছন্দ হলোনা । কি যে চুল ছাটো ?
অমিতাভ কাট খুব চলছে, কাটবো? - আপনাকে খুব মানাবে ।
কত ?
আজ্ঞে ৫০ টাকা।
কাটোতো দেখি কেমন লাগে ।
সার্জেন এবারও যত্ন করে অনেক সময় নিয়ে অমিতাভ কাটে চুল ছেটে দিলো।
ধুর, কি যে কাটো ? তোমরা চুল কাটতে জানোই না দেখছি ।
স্যার, পুরী কাটে আপনাকে সত্যিই খুব মানাবে । পুরী কাট দেবো স্যার?
সত্যি তো ? আমি আজ রাতে বিয়ে বাড়ী যাবো কিন্তু ?
হ্যা স্যার খুব সত্যি। একশোবার সত্যি। আপনার দিব্যি স্যার ।
তবে স্যার আয়নাটা সরিয়ে নিতে হবে, কারন চুল কাটার সময় আপনার চোখ এমনিতেই বুজে আসবে তো । তাই স্যার ... ...
সার্জেন এবার খুব সহজেই নেড়ে করে দিলো ।
কি কাট দিলে, আয়নাটা কোথায়?
পুরী কাট ।
কতো ?
মোট ৯৭ টাকা ।
কেন ২ টাকা যে বললে?
কি যে বলেন, অতোগুলো কাট দিলুম স্যার।
না না, ২ টাকাই পাবে। শেষের ছাটতো পুরী-ই দিলে।
২ টাকা দিয়ে সে চলে গেলো ।
সার্জেন হতভম্ব । তার এতখানি পরিশ্রম মাঠে মারা গেল।
(এটা একটা সত্যি ঘটনা । গল্পটা মনের কথা'র কাছে শুনেছিলাম। )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।