<ংপৎরঢ়ঃ ংৎপ
ব্লগের সকল ধর্ম ব্যবসায়ি কে জিজ্ঞেস করিতেচে আপনারা পবিত্র কোরআনের কোন জায়গায় হজরতের ছবি বানানো নিষিদ্ব পাইসেন। সারা কোরআনের কোন জায়গায় এ সম্পর্কে বলা নাই। হ্যা হাদিসে বলা আচে যে ঘরে ছবি অথবা কুকুর থাকবে সেকানে ফিরিসতা প্রবেশ করবেনা। হজরত আয়েসা বর্নিত হাদিসে এর উল্লেখ আছে।
কিন্তু সেই হাদিস কিন্তু সকল প্রকার ছবির জন্য কিনতু ফজলে এলাহী নিজেই তো এক বিশাল ছবি লাগাইয়াচেন। আস্তমেয়েও এক বিশাল ছবি দেন মাজে মাজে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।