কত প্রতীক্ষা গেল হলো না সূর্যোদয়
। । রাজা পর্ব। ।
ইহা বড়ই খাটি কথা এক্কেবারে ঠিক
আমি রাজা আমিই উজির
ধিক্ তোমাকে ধিক্।
। । প্রজা পর্ব। ।
ভোটাই আমি, ভূটি ও আমি তুই বলবার কে?
বানিয়েছি আমার প্রভু, নে ভিক্ষা নে।
। । শাসন পর্ব। ।
জনগনের ভোট পেয়ে মুই হইয়াছি যে রাজা
আমি খাবো কোর্মা পোলাও তুই খাবি চাউল-ভাজা।
। । শোষণ পর্ব। ।
আমার হাতে রাজ্যের ভার করবো শোষন আমি
পাচটা বছর চুপ করে থাক করিসনে পাগলামী।
। । গনতন্ত্র পর্ব। ।
একান্নজন রায় দিয়েছে রাষ্ট্র চালাই আমি
উনপঞ্চাশ চিল্লালে কী আমি তাতে থামি?
।
। উপসংহার। ।
খেলাম ভালো ছিলাম ভালো আছিলামতো খাসা
এলাম জেলে থাকছি জেলে বাধছি বুকে আশা। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।