আমাদের কথা খুঁজে নিন

   

দূর্ণীতির কয়েকটি বাস্তব চিত্র ২

পাগলা ছেলের... আউলা ব্লগ... যা বুঝি তাই লিখি... মাথা কম ঘামাই

ঘটনা আসলে আমার ক্ষেত্রেই ঘটেছে। চরম দূর্ণীতির শিকার এখন বর্তমানের বেসরকারী টেলিভিশনের লোকজনও। গত বছর বৈশাখী চ্যানেল চালু হবার আগেই তারা রোল নাম্বার ওয়ান নামক একটি প্রোগামের শুটিং করে। প্রোগামটি মূলত সাধারণ জ্ঞান ভিত্তিক। আমাদের কয়েকজন কে প্রায় জোর করেই প্রোগ্রামে ঢুকানো হল।

কথা ছিলো শুটিং শেষ করার ১ মাসের মাঝেই তাদের চ্যানেল ওন এয়ারে আসবে এবং অনুষ্ঠান প্রচার করা হবে। তাই মোটামুটি প্রচুর ছাত্র-ছাত্রী এখানে যোগদান করে। যদিও দেখতে মনে হত প্রোগ্রামের পরিসর বুঝি অনেক বড়। যাই হোক তাদের কথা ছিলো যে রোল-নাম্বার হবে তাকে ১ লক্ষ টাকা এবং বাকি যেই কয়জন ফাইনালিস্ট থাকবে তাদের ২০ হাজার করে টাকা দেওয়া হবে। আমরা চারজন শেষ পর্যন্ত ফাইন্যালে উঠলাম এদের মাঝে একজন ভি,এন,এস এর একজন সেন্ট জোসেফ এর এবং আরো একজন ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের।

ফাইনাল এর পরে আমাদের কে ডামি চেক প্রদান করা হয়। সবচেয়ে মজার ঘটনা হল আমরা ফাইন্যালের আগেই ঠিক করে রেখেছিলাম ১ লক্ষ ৬০ হাজার মোট টাকাটা আমরা সমান ভাবে ভাগ করে নিবো। সে অনুযায়ী প্রোগ্রাম শেষে রোল নাম্বার ওয়ান টিভি ক্যামেরার সামনে এই ঘোষণা দেয়। যাই হোক এই হল তখন ঘটনার শেষ। এরপরে তারা প্রায় ৭ মাস পরে প্রোগ্রাম চালু করলো।

কথা ছিলো প্রোগ্রাম শুরু হবার প্রথম ১৫ পর্বের শেষে আমাদের পুরষ্কৃত করা হবে। কিন্তু আজকে প্রায় প্রোগ্রাম শেষ হবার পথে তাদের কোন খবর নাই। আশ্চর্য এখন শিশু কিশোর দের প্রোগ্রামে তাদের নিয়েও দূর্ণীতি শুরু হয়েছে। সত্যিই ভাবতেও অবাক লাগে। আমাদের আজকে কতটা অধঃপতন।

একটা টেলিভিশন চ্যানেল যদি এরকম ধোঁকাবাজি করে তাহলে আর কি করার আছে আপনারাই বলুন???? এখন আমরা চারজনেই একসাথে এস,এস,সি দিলাম। পাঠক আপনারাই বলবেন আমাদের কি করা উচিত... তাদের কিভাবে জব্দ করা যায়। কোন হেল্প করতে পারলে ভালো হয়। শত হলেও আমরা নিজেরা কষ্ট করে অনুষ্ঠান টা করেছি প্রায় সারাদিন সময় দিয়েছিলাম শুটিং এর পিছনে, তাই সেইটার পুরষ্কার যাই হোক না কেন তা আমাদের পাওনা তাই না? তো আমরা এখন এ নিয়ে কিছু করতে চাচ্ছি, আপনারা পারলে পরামর্শ দিন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।