পাগলা ছেলের... আউলা ব্লগ... যা বুঝি তাই লিখি... মাথা কম ঘামাই
ঘটনা ১ঃ
আমার এক বন্ধু কিছু দিন আগে তার এস,এস,সি র রেজিস্ট্রেশন কার্ড এবং এডমিট কার্ড দুটোই হারিয়ে ফেলে। দূর্ভাগ্যক্রমে সে ওই দুটা একটা সি,এন,জির পিছনের সিটে রাখে। পরে সি,এন,জি থেকে নেমে ওর নিতে মনে না থাকায় সেগুলো হারিয়ে যায়। বেচারা ... সেদিন আমি আর ও সি,এন,জি চলে যাবার ঠিক কিছুক্ষন পরে অনেক ঘুরেও খুজে পেলাম না সি,এন,জি টাকে। খুব খারাপ লাগলো চোখের সামনে এতবড় একটা দূর্ঘটনা ঘটেছিলো বলে।
যাই হোক এই ঘটনার অন্তরালে লুকিয়ে আছে আরো একটি প্রধান ঘটনা যা সত্যিই মর্মান্তিক। সেদিনই আমি আর ও বোর্ড অফিসে চলে গেলাম এফিডেভিট করার জন্য কারণ সামনে তার কলেজ ভর্তি ফরম জমা দিতে ও গুলা লাগবে। ঠিক করলাম যে ভাবেই হোক ২ দিনের মধ্যে তুলবো ওগুলা।
কয়েকদিন আমি এর মাঝখানে ব্যাস্ত ছিলাম তাই খবর নিতে পারি নাই। কিন্তু পরে যা শুনলাম তাতে আমার মেজাজটা এত্ত খারাপ লাগলো।
সেদিনের পরের ঘটনা ওর থেকে আমি যা শুনেছি তা অনেকটা এরকম। "আমি তো ওই গুলার আশা প্রায় ছেড়েই দিছিলাম, পরে ফোন করে একজন বলে ওগুলা তার কাছে আছে, এবং ৫ হাজার টাকা দিতে হবে তুলে আনতে। তারপরে গেলাম গিয়া দেখি সরকারি অফিস। আর ঐ ভদ্রলোক পাইছে একটা মেয়ের থেকে। মেয়ে নাকি সি,এন,জি তে পাইছে।
" সো সে সেদিনিই পে করে নিয়ে আসলো সার্টিফিকেট। ঘটনা শুনে আমি বললাম লোক টা কত বড় হারামজাদা তোর জিনিস যেইটা তোর পাওনা কত প্রয়োজনীয় একটা জিনিস। আর সে তোকে অইটা নিয়ে ব্ল্যাক মেইল করছে? শালা কুত্তা...
আসলে ও একটা কাজ করতে পারতো র্যাব কে ফোন করে ওইখানে যাইতে বলতো দ্যান মামু বুঝতো কত ধানে কত চাল। এইসব হারামিদের প্যাদানি ছাড়া কাম হয় না। আসলে আমার বন্ধুও বোকামি করছে দূর্ণীতিকে প্রশ্রয় দিছে, শালা বেক্কল।
লস টাও খাইছে বেক্কলের মত কাম কইরা...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।