আমাদের কথা খুঁজে নিন

   

এয়ারটেলের ফ্রি নেট বন্ধ? ধুরো মিনশে এদিকে আসেন । জাভা, সিম্ব্রিয়ান, এন্ড্রুয়েড ।

সফটওয়্যারটা আপনাকে দেয়া হবে তবে তার আগে আপনাকে নিচের শর্তগুলো মানতে হবে।
যাইহোক কাজ শুরু করি। প্রথমেই আপনার এয়ারটেল সীমে ১ টা নেট প্যাকেজ এক্টিভ করে নিন। আমি সাজেষ্ট করবো ৩০ টাকা দিয়ে ২০ এমবি প্যাকেজ টা নেয়ার জন্য। কারন এই প্যাকেজ এক্টিভের মাধ্যমে আপনি ১৫ দিন ফ্রী ব্যবহার করতে পারবেন।


Trick for জাভা
প্যাকেজ এক্টিভ করতে ডায়াল করুন *121*7# তারপর আপনার ফোন যদি নোকিয়া জাবা হয় তবে নিচের থেকে Airtel Free by Sagor.prov টা ডাওনলোড করে নিন। >br>
http://f18.wapkafiles.com/download/4/7/a/2005001_47a0e47d791731943c3165cd.prov/0a029902caff8a1900d9/Airtel%20Free%20By%20Sagor.prov
এই সেটিংস টা আপনার বন্ধুর চায়না ফোনে পাঠান সেখান থেকে আবার আপনার ফোনে। যেহেতু বহুদিন আগে থেকে ব্যবহার করে আসছেন তাইএটা নিয়ে বেশী কিছু বলবো না। তারপর আপনার ফোনের কনফিগারশন এ যান সেখান থেকে Airtel Free By Sagor নামের সেটিংস টা ডিফল্ট করুন। তারপর নিচের Active default inall app option টায় ক্লিক করুন।


সিম্বিয়ান,চায়না,এন্ড্রয়েড সেটিংস Name: SAGOR
proxy: 141.0.11.253
port:80
apn: internet
home page: TipsTune.com

তারপর নিচ থেকে ওপেরা মিনি ডাওনলোড করুন।
http://wapkafile.com/software/3717489/2005001/0906bDBe5iA2vvIx6JONx1Wx%5E0Dl9pB890cfhFk10kC+a%5ExR/Opera%20mod%20by%20sagor%28tipsview.wapka.mobi%29.jar
নোটঃ Big file download হয়ার কথা। যদি না হয় তবে ওপেরা দিয় প্রক্সি সাইট এ গিয়ে যে সাইট থেকে ডাওনলোড করবেন সে সাইট এ যান। অন্য প্রক্সি সাইট ও ব্যবহার করতে পারেন। EX:
Trick for এন্ড্রুয়েড
এন্ড্রয়েড ব্যবহারকারীরা ওপরের সেটিংস টা করুন তারপর নিচের ওপেরা হ্যান্ডেলার টাডাওনলোড করুন।


http://wapkafile.com/software/3717580/2005001/c646xB3nKmf86o%5Ex4CwJpbMHcT3SQVF4hQDbZ+TIkUntRIpz/Opera%20Mini%20mod%20by%20sagor%28tipsview.wapka.mobi%29.apk
তারপর এটা ওপেন করে নিচের মতো সেটিংস করুন Front query: 0.facebook.com/ বি দ্রঃ উপরের কোডে 0.facebook.com এর শেষে একটা / দিতে ভুলবেন না কিন্তু ।
Trick for সিম্ব্রিয়ান
সিম্বিয়ান ব্যবহার কারীরা এয়ারটেলের ডিফল্ট সেটিংস দিয়ে যেকোন হ্যান্ডেলার অপারা এ Real host ট্রিক ও ব্যবহার করতে পারেন। " Proxy type: real host proxy server: 0.facebook.com " নোটঃ আপনার ফোনে Mb রাখতে হবে কিন্তু তা কাটলেও অনেক সামান্য কাটবে। সেই Mb টা ফেইসবুক চ্যাট সফট অথবা Binu ব্যবহার করে খরচ করতে পারেন। নোটঃ পরিশেষে একটা কথাই বলতে চাই দয়া করে কেও আমাদের অনুমতি ব্যাতিত কপি করবেন না ।


cradit: rana
http://www.TipsTune.Com

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ৬১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.