নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .
"অলস মস্তিষ্ক শয়তানের কারখানা" - এ বাক্যটি প্রায় সবারই জানা।
কিন্তু এটা কি সবার জানা আছে - "ব্যস্ত মস্তিষ্ক কিসের কারখানা?"
আমার অবশ্য জানা নাই, তবে যখন বুঝতে পারি মষ্তিষ্ক শয়তানের আস্তানা হতে যাচ্ছে তাদের তাড়ানোর জন্য তখন কিভাবে মষ্তিষ্ককে ব্যস্ত রাখা যায় তার বিভিন্ন পন্থা খুজে বের করার চেষ্টা করি।
ইল্যুশন ! একটু ব্যতিক্রম যা যে কোন ছবির মত সোজা নয় দেখতে হলে চোখ মষ্তিষ্ককে একটু খাটাতে হয়।
খারাপ কি অলস সময় শয়তানের হাতে না দিয়ে ইল্যুশন দেখলে মন্দ হয়না !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।