ফাল্গুনের রাতের আঁধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ...... মরিবার হল তার সাধ । "নিজের চোখকে অবিশ্বাস করা যায়না। ", কথাটার সত্যতা কতটুকু ? আমরা সাদাচোখে যা দেখি সেটা কি সবসময় ঠিক হয়? হয়না! মানুষের মন বড়ই জটিল মেকানিজম। মানুষ কখনই পুরোপুরি নিরপেক্ষ ভাবে ভাবতে পারেনা। সে প্রভাবিত হয় তার স্মৃতি, পারিপার্শ্বিকতা ও নিজের বানানো সব অঘোষিত নিয়ম দ্বারা।
অপটিক্যাল ইল্যুশন বা দৃষ্টি বিভ্রম তার তার প্রত্যক্ষ প্রমান। কথা না বাড়িয়ে চলুন কিছু ইল্যুশন দেখেই ফেলি, যেগুলো আপনার চোখ ধাঁধিয়ে দিবে।
দেখুনতো বীনগুলো ঘুরছে নাকি ??
এটাকে বলা হয় ক্যাফে ওয়াল ইল্যুশন (Café wall illusion) । আনুভূমিক রেখা গুলো বাঁকা মনে হলেও ওগুলো কিন্ত সমান্তরাল সরল রেখা !!
এটাও আগেরটার মতো। মেরুন রঙের দাগগুলো বাঁকা মনে হলেও সরল রেখা ওগুলো।
ছবিটির দিকে কিছুক্ষন তাকিয়ে থাকুন তো !
এগুলো কি ঘুরছে??
ছবিটিতে দুটো মানুষ আছে। খুঁজে বের করুন।
কি ভেবেছিলেন ?
মাঝখানের বৃত্ত দুটি কিন্তু সমান !!
উপরের ছবি দুটোর মজা দেখতে মাথাটা স্ক্রীনের সামনে আগু-পিছু করুন।
উপরের ছবিতে কতোগুলো কালো ডট বলুনতো??
বিনগুলো ছোটাছুটি করছে। তাই না? আসলে কিন্তু করছে না !!
পিছনের চেকগুলোকে মনে হতে পারে যে এদিক অদিক মুভ করছে।
আসলে কিন্তু তা না!
মনে হতে পারে এটি একটি দড়ি। আসলে কিন্তু এখানে দুটি আলাদা আলাদা বৃত্ত!
জানালাটা কোনদিকে ফেরানো ? ডান না বাম ??
বৃত্ত দুটির রঙ আলাদা মনে হলেও তারা কিন্ত একই রঙের!
কোনটা দ্রুত ঘুড়ছে ?
আজ এ পর্যন্তই। আশা করছি ভবিষ্যতে আরো ইল্যুশন নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।