লেখাগুলো এলোমেলো হয়েই থাকুক এখানে।
আসেন ভাই বাংলাদেশের সম্পদগুলারে নতুন "প্রাকৃতিক সপ্তাশ্চর্যের" লিস্টে উঠাই। এখন মনোনয়ন পর্ব চলতেছে। আসেন ভাই, বাংলাদেশের দুটা আশ্চর্য: সুন্দরবন আর কক্স'স বাজার-কে মনোনয়ন দেই।
আপনারা ইতিমধ্যেই হয়তো নতুন ৭টা আশ্চর্যের খবর শুনেছেন: ভারতের তাজমহল, চীনের প্রাচীর, রোমের কলোসিয়াম ইত্যাদি আছে ঐ তালিকায়।
এই নতুন সপ্তমাশ্চর্যের তালিকা তৈরি হয়েছে ইন্টারনেট ব্যবহারকারীদের ভোটে। ঠিক একইভাবে এবার শুরু হয়েছে প্রাকৃতিক আশ্চর্য তৈরির প্রক্রিয়া। এর প্রথম ধাপ হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীদের প্রত্যাশা মোতাবেক মনোনয়ন তালিকা তৈরি করা। আপনার মতামত জানান, বাংলাদেশ থেকে অন্তত সুন্দরবন আর কক্স'স বাজার-কে মনোনয়ন দিন। মনোনয়ন দেয়ার সর্বশেষ তারিখ ০৮,০৮,০৮।
এই সময়ের মধ্যে প্রাপ্ত জনগনের মতামতের উপর নির্ভর করে ২১টা স্থানকে মনোনয়ন দেয়া হবে।
ভাইয়েরা, আপাতত নমিনেশন পাওয়ার ব্যবস্থা করেন। নমিনেশন পাওয়া গেলে যেমনে পারা যায়, এই দুইটার একটারে হইলেও সম্তমাশ্চর্যের লিস্টে উঠামুই উঠামু। আপনেগো দোয়া এবং ভোট দরকার। আসেন ভাই, ঝাপাইয়া পরেন।
আরও তথ্য পাবেন এখানে:
http://www.natural7wonders.com
সরাসরি মনোনয়ন দিতে পারেন এখান থেকে:
http://www.natural7wonders.com/index.php?id=637
ছবিসূত্র: http://www.natural7wonders.com
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।