টুকিটাকি ভাবনাগুলো
গত মাসে আমি যখন রাইজিং ভয়েসেস এর ব্লগ আউটরিচ প্রজেক্টের মাইক্রোগ্রান্ট সম্পর্কে এখানে জানাই তখনও বাংলাদেশে সিটিজেন মিডিয়া উদ্যোগগুলো সম্পর্কে তেমন জানতাম না।
৪০টি ভিন্ন দেশ থেকে মোট ১৪২টি প্রকল্প প্রস্তাব এসেছিল রাইজিং ভয়েসেসে। তার মধ্যে বাংলাদেশ থেকে ৫ এর অধিক। আনন্দের সাথে জানাচ্ছি ৫টি সফল প্রকল্প যারা ফান্ড পেয়েছেন তার মধ্য দুটিই বাংলাভাষী এবং একটি বাংলাদেশের। গ্লোবাল ভয়েসেস থেকে:
কাজী রফিক ইসলাম এবং ক্যাথরিন ওয়ার্ড – ঢাকা, বাংলাদেশ:
কাজী রফিক ইসলাম এবং ক্যাথি ওয়ার্ড হচ্ছেন ঢাকার নারী জীবন প্রকল্পের যথাক্রমে সমন্বয়কারী এবং নির্বাহী পরিচালক।
এদের ওয়েবসাইট থেকে আপনি জানতে পারবেন তারা ঢাকার যুবনারীদের নিয়ে চোখে পড়ার মত কাজ করছেন। রাইজিং ভয়েসেস ক্ষুদ্র অনুদানের সহায়তায় তারা তাদের বর্তমানে সেবাদানরত বাংলা, ইংলিশ এবং কম্পিউটার ক্লাসের মাধ্যমে বাংলাদেশী নারীদের ব্লগিং, ফটোগ্রাফী এবং ভিডিওব্লগিং করতে শেখাবেন। আপনারা ‘বাংলাদেশ আমাদের চোখে’এই ব্লগের মাধ্যমে ইতিমধ্যে এইসব নারীদের পোস্ট করা কিছু নমুনা দেখতে পারবেন।
অপর বাংলাভাষী প্রকল্পটি হচ্ছে কোলকাতার 'কলম: মারজিনস রাইট’ - ভারতীয় প্রান্তিক যুবাদের একটি সৃজনশীল লেখার প্রোগ্রাম।
এই শেষ নয়।
সিধুলাই স্বনির্ভর সংস্থা নামে একটি সংস্থা দু বছর ধরে ১২টি নৌকার মাধ্যমে বাংলাদেশের উত্তর বঙে ইন্টারনেট ও মোবাইল সেবা দিয়ে আসছে। তারা সম্প্রতি গেটস ফাউন্ডেশনের ১ মিলিয়ন ডলারের সমমানের এক্সেস টু লারনিং এওয়ার্ড পেয়েছেন। (উৎস আরাফাত)
ভয়েস অফ সাউথ ব্লগ জানাচ্ছেনকুমিল্লার চৌরা গ্রামে রিলিফ ইন্টারন্যাশনাল স্কুল তার ইন্টারনেট ও টেলিসেন্টার প্রকল্পের খরচ মেটানোর জন্য অর্থের বিনিময়ে ডিজিটাল ফটো সেবা দেয়া শুরু করেছে। ফলে গ্রামের লোকদের আর ১৫ কিমি দুরে গিয়ে ছবি তোলা লাগে না।
কয়েকদিন আগে কৌশিক লিখেছিলেন গ্রামের মানুষ কিভাবে ব্লগিং এর মাধ্যমে উপকৃত হতে পারে।
এগুলো এখন উড়িয়ে দেবার ব্যাপার নয়। আমি অনুমান করছি অচিরেই বাংলাদেশের নিউ মিডিয়ার আরও প্রসার ঘটবে (সরকারী, বেসরকারী দুই ক্ষেত্রেই)। উন্নত বিশ্ব কর্পোরেট ব্লগিং চালু হয়ে গেছে। বাংলাদেশ ফলো করবে। এক্ষত্রে এখানে যারা ব্লগিং করছেন তাদের এক্সপেরিয়েন্সগুলো কর্মজীবনে কাজ লাগবে তাতে কোন সন্দেহ নাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।