আমাদের কথা খুঁজে নিন

   

সবাই বলে হোগা, আর আমাগো কৌশিক ভাই বলে 'সোগা' ! গটনা কী?

আমারে পাইবেন এই ঠিকানায়dhali912@gmail.com

(কৌশিক, তুমি মাইন্ড খাইলে বইলো, মুইছা দিমুনে) সবাই বলে হোগা, আর আমাগো কৌশিক ভাই বলে 'সোগা' ! মতামত দেন । ১) 'সঠাৎ' বইলা ফেলে (১ চাপেন) ২) হেরটা এতোই এক্সট্রা-অর্ডিনারি যে ওইডার আগে 'স' লাগাইতে হয় (২ চাপেন) ৩) যাযাদির মতন হে একটা ভাষিক বিভ্রান্তি ছড়ানোর তালে আচে (৩ চাপেন) ৪) ঢাকাইয়াগো ইনসাল্ট করনের মওকা খুঁজতেছে কৌশিক ভাই (৪ চাপেন) **** ৫) যদি দিলখুশ হয় তো ৫ রেটিং দিয়া পুস্টের সোগা/হোগা মারেন বাবারা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.