আমাদের কথা খুঁজে নিন

   

ভাইস সিটি গেম এডিট করতে চান – এদিকে আসুন! পর্ব ১


ভাইস সিটি গেম কীভাবে এডিট করতে হবে আমি এখ আপনাদেরকে সেটা শেখাব। এজন্য অবশ্য আপনাদের অবশ্য প্রায় ১ বছর দেরি করতে হবে। কারণ এ সম্পর্কে আমি প্রায় ২৫ টা ধারাবাহিক পোস্ট করব। সেকারণেই একটু দেরি লাগবে আরকি!
এটা আমার প্রথম পর্ব সেজন্য আমি সহজ বিষয় এডিট করা শেখাব।
আর সেটা হচ্ছে আপনি আপনার ভাইস সিটি গেমসে নতুন বাইক যোগ করতে পারবেন।


তাহলে শুরু করি।

প্রথমে এখান থেকে আপনার পছন্দ মত বাইক ডাউনলোড করে নিন। আপনার পছন্দের বাইক শুধু এবার গেমসে যোগ করার পালা। তাহলে চলুন যোগ করি!
আপনি শুধু শুধু ত আর যোগ করতে পারবেন না। সেজন্য আপনার লাগবে আর একটা সফতয়্যার।

নাম TXD Workshop
আমি ডাউনলোডের লিঙ্ক দিলাম না। আপনি গুগলে TXD Workshop লিখে গুগলে সার্চ দিয়ে সফটওয়্যারটা ডাউনলোড করে ফেলুন। এবার উইন রার দিয়ে সফটওয়্যারটা ডাউনলোড করে নিন। ভয় নাই!এটা মাত্র ২.৮ এমবি।
এবার TXD Workshop ওপেন করুন।

এবার কী করবেন বলুন তো। বলতে পারলেন না। আমি না বললে পারবেনও না।
এবার GTA Vice সিটি  ইন্সটল ডাইরেক্টরিতে যান। TXDWorkshop এর সাহায্যে অবশ্যই।

এবার সেখানে দেখবেন models নামে একটা ফোল্ডার আছে । তার ভিতরে একটা ডিস্ক ইমেজ ফাইল আর একটা ডার ফাইল আছে। এছাড়া আরো অনেক ফাইল আছে। কিন্তু আমাদের এই দুটি ফাইল লাগবে তাই এ দুটির কথা বল্লাম। এবার TXD Workshop এর সাহায্যে ডার ফাইল্টা ওপেন করেন।

সেখানে দেখবেন নানা রকম বাইকের ছবিন আছে। আপনি যে নামের বাইক আমার দেয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে করেছেন সেই নামের ছবি খুজে বের করে যে ফাইলটা ডাউনলোড করেছেন সেটা দিয়ে রিপ্লেস করুন। আর কি আরো অনেক কিছু আছে। বলব নাকি। আচ্ছা বলছি।

আপনি এখানে বাইকগুলো এডিট করতে পারবেন। সেজন্য আপনার বাইকটা এক্সপোট করে ফটোশপ দিয়ে এডিট করে আবার ইমপোর্ট করুন।
আর কিছু করা লাগবে না।
বুঝতে না পারলে বা সমস্যা হলে কমেন্ট করুন।  
আগামীতে আসছে:
ভাইস সিটির অডিও গান কীভাবে এডিট করবেন
ভাইস সিটির কথা কীভাবে এডিট করবেন
ভাইস সিটির রাস্তা কীভাবে এডিট করবেন
ভাইস সিটির বিলবোর্ডগুলো কীভাবে এডিট করবেন
আপনি যদি এই পোস্টগুলে টিপ্সটিউনারে প্রকাশিত হবার আগেই পেতে চান তাহলে আপনার ইমেইল সহ কমেন্ট করুন।

আর কোনটা চান সেটা লিখুন। কোন প্রকার সমস্যা হলে সাথে সাথে কমেন্ট করুন।
ফেসবুকে আমি এখানে

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.