চতুর্থ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রাথীরা এগিয়ে গেলেও ভাইস চেয়ারম্যান পদের বেশিরভাগই দখলে নিয়েছে বিএনপি সমর্থিত প্রার্থীরা। বিশেষ করে গত শনিবারের ব্যালটযুদ্ধে ভাইস চেয়াম্যান পদে বিএনপি সমর্থিত নারী প্রার্থীদের জয়জয়কার নির্বাচনের ফলাফলে ভিন্ন মাত্রা যোগ করেছে। তিন ধাপ মিলে আওয়ামী লীগের তুলনায় প্রায় দ্বিগুণ ভাইস চেয়ারম্যান পদ এখন বিএনপি'র দখলে ।
চেয়ারম্যান পদে প্রথম দুই ধাপের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পেছনে ফেলে। কিন্তু তৃতীয় ধাপে এসে বেশি উপজেলায় দখল নিয়ে আগের ব্যবধান কমিয়ে আনে আওয়ামী লীগ।
কিন্তু সেই হিসেবে ভাইস চেয়ারম্যান পদে সাফল্য আনতে পারেনি দলটি। তিন দফায় ২৯১ উপজেলার ৫৮২টি ভাইস চেয়ারম্যান পদের মধ্যে বিএনপি সমর্থিত প্রার্থীরা ২২১টিতে, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ১১৮টিতে, জামায়াত সমর্থিত প্রাথীরা ১০৩টিতে বিজয়ী হয়েছেন। অন্যদিকে সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সমর্থিত প্রার্থীরা ১২টি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। সতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন ৬১টি ভাইস চেয়ারম্যান পদে। পাঁচ বছর আগে তৃতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ৪৮টি সংরক্ষিত নারীসহ ৯৬টি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছিলেন।
সেখানে বিএনপি সমর্থিত প্রার্থীরা পেয়েছিলেন মাত্র ৩৩টি। জামায়াত সমর্থিত প্রার্থীরা মাত্র পাঁচটি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছিলেন।
নির্বাচনের তিন ধাপেই ভাইস-চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের টপকে গেছে বিএনপি সমর্থিত প্রার্থীরা। নানা সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের মধ্যেও তৃতীয় দফা নির্বাচনে ৭৮ উপজেলার ১৫৬টি ভাইস চেয়ারম্যান পদের মধ্যে বিএনপি সমর্থিত প্রার্থীরা ৫৮টিতে জয়ী হন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হন ৫৪টিতে।
বিএনপি সমর্থিত প্রার্থীদের পাওয়া ৫৮টি ভাইস চেয়ারম্যান পদের মধ্যে ৩৯টিই সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদ। অন্যদিকে আওয়ামী লীগের জয় পাওয়া ৫৪টির মধ্যে সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদ ২৭টি।
এদিকে গত দুই ধাপের মতো তৃতীয় ধাপের নির্বাচনেও একটা বড় সংখ্যক ভাইস চেয়ারম্যান পদে বিজয় লাভ করেছে জামায়াত সমর্থিত প্রার্থীরা। শনিবারের ভোটযুদ্ধে জামায়াতের পুরুষ প্রার্থীরা ২২টিতে ও নারী প্রার্থীরা ৫টিতে বিজয়ী হয়েছেন। গত দুই ধাপে জামায়াত সমর্থীত প্রার্থীরা সংরক্ষিত নারীসহ ৭৬টি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছিলেন।
অন্যদিকে সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি সমর্থিত প্রার্থীরা গত শনিবারের নির্বাচনে কোন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদ নিজেদের দখলে নিতে পারেননি।
অবশষ্টি উপজেলার মধ্যে আগামী ২৩ মার্চ ৯৩ উপজেলায় ও ৩১ মার্চ বাকি ৭৪ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।