মিশরের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এলবারাদি পদত্যাগ করেছেন। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের ওপর নিরাপত্তা বাহিনীর অভিযানে বহু মানুষ হতাহতের ঘটনার প্রতিবাদে তিনি পদত্যাগের ঘোষণা দিলেন।
অন্তবর্তী প্রেসিডেন্ট আদলি মনসুরকে দেয়া পদত্যাগপত্রে বারাদি লেখেন, “যেসব কাজের সঙ্গে আমি একমত নই, সেগুলোর দায়ভার নিয়ে দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব নয়। আমি এসব কর্মকাণ্ডের পরিণতি নিয়ে শঙ্কিত। এক ফোঁটা রক্তপাতের দায়িত্বও আমি নিতে রাজি নই।”
মিশরের সামরিক বাহিনী প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর আদলি মনসুরকে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট করা হয়। এরপর ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পান এলবারাদি। মুরসির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে প্রধান ভূমিকা রেখেছিলেন তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।