আমাদের কথা খুঁজে নিন

   

উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে এগিয়ে বিএনপি

উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে এগিয়ে রয়েছে বিএনপি। নির্বাচনের তৃতীয় ধাপে এসে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা এগিয়ে গেলেও তিন ধাপেই ভাইস চেয়ারম্যান পদ বেশি দখলে নিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। এ ক্ষেত্রে পুরুষের চেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদই বেশি দখলে নিয়েছে বিএনপি। এ ছাড়া শুধু পুুরুষ ভাইস চেয়ারম্যানের পদে অনেক স্থানেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। তবে এ পদের লড়াইয়ে উভয় দলের বেশ কাছাকাছি রয়েছে জামায়াতে ইসলামী।

নির্বাচন বিশ্লেষকরা মনে করছেন, তৃণমূলে বিএনপির স্থানীয় নারীনেত্রীরা জনপ্রিয়তায় এগিয়ে থাকায় তারা বেশি পদে বিজয়ী হয়েছেন। এমনকি তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদেও এগিয়ে গেছে বিএনপি।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, তিন দফায় ২৯১ উপজেলার ৫৮২টি ভাইস চেয়ারম্যান পদের মধ্যে বিএনপি সমর্থিত প্রার্থীরা ২২১টিতে, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ১৯০টিতে, জামায়াত সমর্থিত প্রার্থীরা ১০৩টিতে বিজয়ী হয়েছেন। অন্যদিকে সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সমর্থিত প্রার্থীরা ১২টি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন ৬১টি ভাইস চেয়ারম্যান পদে।

এর মধ্যে বিএনপি ১৩০টি মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। প্রথম দফায় ৯৬ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিএনপির ৩৪ জন, আওয়ামী লীগের ২৭, জামায়াতের ২২, জাতীয় পার্টির ছয়, স্বতন্ত্র ছয় ও চার অন্যান্য বিজয়ী হয়েছেন। নারী ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৩৯ জন, বিএনপির ৩৬, জামায়াতের ১০, জাতীয় পার্টির একজন, স্বতন্ত্র সাত ও তিন অন্যান্য প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। দ্বিতীয় ধাপের ১১১ উপজেলার চেয়ারম্যান পদে বিএনপির ৫১ জন, আওয়ামী লীগের ৪৪, জামায়াতের ৮ এবং অন্যান্য ৮ বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা ৩১টিতে, আওয়ামী লীগ সমর্থিত ৩৪টিতে, জামায়াত সমর্থিত ৩৪টিতে ও অন্যরা ১২টিতে বিজয়ী হয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা ৫৯টিতে, আওয়ামী লীগ সমর্থিত ৩৫টিতে, জামায়াত সমর্থিত ১০টিতে ও অন্যরা সাতটিতে বিজয়ী হয়েছেন। তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ২৮ জন, বিএনপির ১৯ জন, জামায়াতের ২৩ জন এবং অন্যান্য ৯ জন বিজয়ী হয়েছেন। নারী ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ২৭, বিএনপির ৩৪, জামায়াতের ৫ জন এবং অন্যান্য ১০ জন বিজয়ী হয়েছেন। অন্যদিকে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম দুই ধাপে পিছিয়ে পড়লেও তৃতীয় ধাপে চেয়ারম্যান পদে বেশি বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিতরা। তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিতরা বেশি বিজয়ী হয়েছেন।

প্রথম দুই ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি-জামায়াত প্রার্থীরা ভালো ফল করেছিলেন। সংসদের বিরোধী দল জাতীয় পার্টির ভরাডুবি হয়েছিল। কোনো পদেই জিততে পারেনি দলটি।

প্রথম ধাপের চেয়ারম্যান পদে বিএনপি পেয়েছে ৪৫টি, আওয়ামী লীগ পেয়েছে ৩৪টি, জামায়াত ১২ এবং অন্যান্য ৭ জন বিজয়ী হয়েছেন। দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে বিএনপি পেয়েছে ৫২টি, আওয়ামী লীগ পেয়েছে ৪৬টি, জামায়াত ৮ এবং অন্যান্য ১০ জন বিজয়ী হয়েছেন।

তৃতীয় ধাপে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত ৪০ জন, বিএনপি সমর্থিত ২৭ ও জামায়াত সমর্থিত ৮ জন এবং অন্যান্য তিনজন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।