আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা ব্লগের গৌরবময় অগ্রযাত্রায় আপনার সহযোগিতা আমাদের কাম্য...



প্রিয় ব্লগার, সামহোয়্যার ইন বাংলা ব্লগ ‘বাঁধ ভাঙ্গার আওয়াজ’ এর বয়স মাত্র দেড় বছর । এরই মধ্যে মাতৃভাষায় ব্লগিং করতে পারার অপার আনন্দে দেশ – বিদেশ থেকে প্রায় ৬০০০(ছয় হাজার) ব্লগার এখানে ব্লগিং করছেন স্বাধীনভাবে । বন্ধুত্ব, বিতর্ক, সাহিত্য, আলোচনা–সমালোচনা, সংবাদ, তথ্য ও পরিসংখ্যান, পর্যবেক্ষণ, দর্শন, ভিন্ন মতামত, হাসি–কান্না কি পাইনা আমরা এখানে । এমনটাই হওয়ার কথা, এটাই আমাদের উদ্দেশ্য । এখানে ছোট্ট ‘প্রাপ্তি’র হাসি অম্লান করতে, ওর জন্য আপনাদের ভালোবাসা; সম্প্রতি চট্টগ্রামের মর্মান্তিক পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষগুলোর জন্য আপনাদের সহমর্মিতা, সাহায্য - সহযোগিতার প্রসারিত হাত, ওদের জন্য অর্থ তহবিল সংগঠন, ওদের ভবিষৎ নিয়ে উদ্বিগ্নতা; চমৎকার সব পরিক্ল্পনা আর পরামর্শ আদান প্রদান – এ, সবই ত এখানেই পেয়েছি আমরা ।

বোধ আর দায়বদ্ধতার এমন উদাহরণ কেবল আমাদের আরও সজাগ আর দায়িত্বশীল করে । শুরু থেকেই আমরা অত্যন্ত গুরুত্বের সাথে আপনাদের চাহিদা আর পরামর্শগুলো মাথায় রেখে প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছি সাইটটি সুন্দর, সহজ আর গ্রহণযোগ্য করে রাখার । প্রতিনিয়তই কিছু না কিছু আপডেট চলছেই । এ ব্যাপারে সকলের সহযোগিতা প্রশংসনীয় । ব্লগিং এর জন্য একটি স্বাধীন, উম্মুক্ত আর সুস্থ পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং তা আমাদের লক্ষ্য ।

এ জন্য এখানে একজন স্বাধীন ব্লগার হিসেবে আত্মপ্রকাশ করার আগে আমাদের কিছু শর্তাবলী রয়েছে যা মেনে নিয়ে এবং মনে রেখেই আপনি একজন ব্লগার হয়েছেন এই সাইটে; আমাদের বোধ, আমাদের স্বাধীনতাকে উপভোগ্য আর সজীব করতে । ইতিমধ্যেই আমরা বেশ কিছু ব্লগ,পোস্ট আর মন্তব্য মুছে দিয়েছি যা স্বাধীন – সুস্থ্য ব্লগিং পরিবেশের জন্য ক্ষতিকর। হাতে গোণা কয়েকজন ব্লগার যারা উদ্দেশ্য প্রণোদিত হয়েই কেবল অশালীন, হিংসাত্মক ও আক্রমণাত্মক পোস্ট দিয়েছেন – আমরা তাদের ব্যান করেছি । আমাদের এই প্রচেষ্টা আর কার্যক্রম অব্যাহত থাকবে । সামহোয়্যার ইন ব্লগ, বাঁধ ভাঙ্গার আওয়াজ ।

এটি আপনার ব্লগিং সাইট, আপনার স্বাধীনতা চর্চার, আপনার সুন্দর মনোভাব প্রকাশের খোলা জায়গা । বাংলা ব্লগের সুদৃঢ়, মসৃণ আর গৌরবময় অগ্রযাত্রায় আপনার সহযোগিতা আমাদের কাম্য ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.