আমাদের কথা খুঁজে নিন

   

অ্যাঞ্জেলিনা জোলির সমস্যা কি



আগে দুটো বিয়ে করেছিলেন। এখন আছেন ব্র্যাড পিটের সঙ্গে। বিয়ে করেননি। বাগদান করেছেন। অ্যাঞ্জেলিনা জোলি আমার প্রিয় অভিনেত্রীদের একজন।

তিনি কেবল অভিনেত্রীই নন, একজন ফ্যাশন মডেল, এমনকী মানবাধিকার কর্মীও। তিনি যা ইচ্ছা করুন। কিন্তু আমি চিন্তা করছি জোলির অন্য বিষয়ে। তিনি একের পর এক সন্তান দত্তক নিচ্ছেন। এরইমধ্যে তিনটি নিয়েছেন।

কম্বোডিয়া থেকে দত্তক নিয়েছেন ম্যাডক্সকে, ইথিওপিয়া থেকে জাহরাকে এবং ভিয়েতনাম থেকে প্যাক্স থিয়েনকে। এছাড়া তাদের নিজেদের একটি সন্তান রয়েছে। হলিউডের একজন অভিনেত্রী কেন তৃতীয় বিশ্ব থেকে এভাবে শিশু দত্তক নিচ্ছেন, তা বোঝা কঠিন। হয়তো তিনি প্রচার চেয়েছেন। আমি ধরে নিলাম তিনি আন্তরিক।

কিন্তু কথা হলো, তিনটি বাচ্চাই খুব ছোট। ম্যাডক্সের বয়স সম্ভবত পাঁচ, বাকী দুজনের তিন বা দুই বছর। জোলি ছবির কাজে থাকেন এদেশে ওদেশে। সব সময় বাচ্চাদের সঙ্গে নেওয়া তার পক্ষে সম্ভব হয় না। নিশ্চয় দুই মহাদেশ থেকে যাওয়া তিনটি বাচ্চা মালিবুর বাড়িতে খুব একাকীত্বে ভোগে।

জাহরা প্রথম প্রথম একেবারেই মানিয়ে নিতে পারেনি। পেটের পীড়ায় ভুগেছে। আর একটি ব্যাপার। এদের মধ্যে ম্যাডক্স ও প্যাক্স বৌদ্ধ। কিন্তু তাদের কি ধর্মান্তরিত হতে হবে না? জোলির ঘরে গিয়ে বাচ্চাগুলো হয়তো আরামে থাকবে, কিন্তু তাদের যার যার সংস্কৃতির কি হবে? জোলির কাছে হয়তো এসবের গুরুত্ব নেই।

কিন্তু আমার কাছে আছে। শুনছি জোলি আরও দত্তক সন্তান নেবেন। আমি খুবই উদ্বিগ্ন। অ্যাঞ্জেলিনা জোলির ক্ষান্ত দেওয়া উচিত।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.