একা ছিলাম না সাথে ছিল কিছু জোনাকি
হলিউডের বাতাসে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিলো, মিশরের রাণী ক্লিওপেট্রার চরিত্রে অভিনয় করবেন অ্যাঞ্জেলিনা জোলি। অবশেষে এবারে সেই গুঞ্জন সত্যে পরিণত হলো। বিষয়টির সত্যতা স্বীকার করেছেন জোলি নিজেই। ঐতিহাসিক এই চরিত্রে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলেই জানিয়েছেন তিনি। খবর পপ ইটারের।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এর আগে সর্বকালের সেরা এই রূপসী রাণীর চরিত্রে অভিনয় করেছিলেন সম্প্রতি প্রয়াত কিংবদন্তীর তারকা এলিজাবেথ টেইলর। চলচ্চিত্রপ্রেমীদের মনে আজও অক্ষয় হয়ে আছে ক্লিওপেট্রার চরিত্রে টেইলরের সেই অনবদ্য অভিনয়। আর সেই কিংবদন্তীকেই হালের থ্রি ডি মাধ্যমে জীবন্ত করে তোলার পরিকল্পনাই করছেন জোলি। সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, এক্ষেত্রে ‘টুম্ব রাইডার’খ্যাত এই তারকার প্রথম পছন্দ পরিচালক সোশাল নেটওয়ার্ক খ্যাত ডেভিড ফিঞ্চার। বিষয়টি নিয়ে এরমধ্যেই ফিঞ্চারের সঙ্গে আলাপ আলোচনা শুরু করে দিয়েছেন তিনি।
ব্যাটে বলে মিলে গেলে প্রাচীন মিশরীয় রাণীর চরিত্রে অচিরেই দেখা যাবে জোলিকে। দেখার বিষয় হলো, টেইলরের সেই চোখ ধাঁধানো জাদুকে কতোটুকু অতিক্রম করতে পারেন তিনি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।