আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশী জাতীয়তাবাদ (পর্ব-৮)



[লেখক-শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান] শান্তিপূর্ণ বিপ্লবের কর্মসূচীতে রয়েছে: ১. জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহত করা। সঙ্গে সঙ্গে প্রয়োজন একটি সুষম পররাষ্ট্রনীতি। একই সঙ্গে আমাদের জাতীয় স্বাধীনতা রক্ষার জন্য সমগ্র দেশবাসীকে প্রস্তুত করে তুলতে হবে। ছোট হলেও একট সদা-প্রস্তুত কার্যকর সশস্ত্র বাহিনীর সঙ্গে থাকবে আধা-সামরিক বাহিনী ও জনগণের মিলিশিয়া। এ ছাড়া স্কুল-কলেজে ক্যাডেট কোরের মাধ্যমে মৌলিক সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।

২. কৃষি সংস্কার আমাদের খাদ্য উপাদান দ্বিগুণ করতে হবে। মাছের চাষ, হাস-মুরগী ও গবাদি পশুপালন ও প্রজনন কয়েক গুণ বাড়াহে হবে। সারা দেশকে সেচের আওতায় আনতে হবে। এ লক্ষ্য অর্জিত হবে আগামী প্রায় পাঁচ বছরের মধ্যে। জমির মালিকানা ব্যবস্থা দেশবাসীর কাছে সহজ গ্রহণযোগ্য একটি পন্থায় পুনর্বিন্যাস করা প্রয়োজন।

তেমনি প্রয়োজন উপকূলীয় এলাকায় সমুদ্র থেকে জমি উদ্ধার করা, বনসম্পদ বৃদ্ধি ও পর্যায়ক্রমে কৃষি ও চাষী সমবায় গঠন করা। ৩. শিক্ষা সংস্কার। ৪. পরিবার পরিকল্পনা। ৪ (ক). ব্যাপকভাবে শিল্প উৎপাদন ও দেশব্যাপী বিদ্যুতিকরণ। ৫. সমাজ-সংস্কার যাতে থাকবে মানুষে-মানুষে সাম্য আর ন্যায় বিচারভিত্তিক সুষ্ঠু সমাজ ব্যবস্থা ও সুষম বন্টন।

৬. প্রশাসনিক সংস্কার। ৭. ধর্মকে জীবনের সকল ক্ষেত্রে মূল পরিচালক শক্তি হিসেবে স্বীকৃতি দেয়া এবং উপযুক্ত ব্যবস্থা নেয়া। ৮. আইন সংস্কার। ৯. শ্রম আইন সংস্কারের মাধ্যমে শ্রমিকদের অবস্থার সর্বাঙ্গীন উন্নয়ন। ১০. জনশক্তির উন্নয়ন (পুরুষ, নারী সকলকে)।

১১. খনিজ তথা সকল প্রকৃতিক সম্পদের অনুসন্ধান, আহরণ ও পূর্ণ সদ্ব্যবহারের ব্যবস্থা করা। ১২. সাংস্কৃতিক উন্নয়ন। আগের পর্বগুলি পড়ুন: বাংলাদেশী জাতীয়তাবাদ (পর্ব-৬) বাংলাদেশী জাতীয়তাবাদ (পর্ব-৭)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.