©Jewel, All Rights Reserved.
আব্বু- এই নামটি আমার সবচেয়ে প্রিয়। হ্যাঁ আমার আব্বুর কথাই বলছি। অসাধারণ এই মানুষটি কখনও আমাকে আমার নাম ধরে খুব কমই ডেকেছেন। সবসময় "আব্বা" বলে ডাকতেন আমাকে। আব্বুকে আমি এখন অনেক ডাকি আমাকে "আব্বা" বলে ডাকার জন্য।
কিন্তু তিনি কোথায় যেন হারিয়ে গেছেন। হয়ত আকাশ থেকে আমাকে ডাকছেন কিন্তু আমি হয়ত শুনতে পাই না!আব্বু তুমি যেখানেই থাকো শান্তিতে থাকো। আমরা তোমার জন্য সবসময় দোয়া করি। আমারা তোমাকে কখনও ভুলবো না। তুমি আমাদের জীবনে চলার পাথেয় হয়ে থাকবে চিরকাল।
পরকালে যেন তোমার দেখা পাই আব্বু। হে আল্লাহ তুমি কবরে আমার আব্বুকে শান্তিতে রাখো। আব্বুকে জান্নাত দান করো। .....আমীন.....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।