নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .
”উত্তপ্ত হচ্ছে পৃথিবী, গলছে বরফ - আমাদের প্রস্তুতি কি যথেষ্ট” - আজ বিশ্ব পরিবেশ দিবস এবং বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য এটি। জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের অস্তিত্ব যে ক্রমশ সংকুচিত হয়ে পড়ছে সে লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টিই এ দিবসের মূল উদ্দেশ্য।
এখানে আমি পরিবেশ দিবসের বিস্তারিত বর্ণনা করবনা। ব্লগের পরিবেশ নিয়ে কিছু কথা !
”উত্তপ্ত হচ্ছে ব্লগ, বিদায় নিচ্ছে প্রতিবাদী ব্লগারবৃন্দ-আমাদের ও নোটিশবোর্ডের প্রস্তুতি কি যথেষ্ট” - পরিবেশ দিবসের শ্লোগানের সাথে একাত্ম হয়ে ইহা যদি আমাদের ব্লগের শ্লোগান হয় তাহলে কি খুব বেশী ভূল হবে?
ব্লগে ধর্মবিষয়ক ইস্যুতে ব্লগারের পোষ্ট এবং নোটিশবোর্ডের মুছে দেয়া প্রসঙ্গে ব্লগ বেশ কিছুদিন উত্তপ্ত, পাল্টা পোষ্ট, ব্লগ থেকে বিদায় নেয়ার হুমকিতে ব্লগ আজ কদিন বেশ অস্থির পরিবেশ বিরাজ করছে। স্বপক্ষে বিপক্ষে যুক্তি তো রয়েছেই।
প্রসঙ্গ হচ্ছে, প্রতিবাদী ব্লগারবৃন্দ যদি ব্লগ ত্যাগ করেন সে ক্ষেত্রে আমরা যারা সহ ব্লগার আছি এবং কর্তৃপক্ষ আছেন তাদের ভূমিকা কি হবে?
ব্লগে প্রতিদিন অসংখ্য নতুন ব্লগার জয়েন করছেন এবং রয়েছে পুরাতন ব্লগারও। বিভিন্ন বিষয়ে তর্ক বিতর্ক হতে পারেই ! কিন্তু তাই বলে ব্লগ ত্যাগ। যারা প্রতিবাদী ব্লগার বিদায় নিচ্ছেন তাদের উদ্দেশ্যে, আপনারা যদি চলে যান তাহলে তো কাপুরুষ, রাজাকাররা মাথাচাড়া দিয়ে উঠবে, যাদের প্রতিটি বাক্যকে প্রতিবাদের, অন্যায়ের বিরুদ্ধে আগুন ঝরত তখন কে সেই আগুন ছড়াবে ? ব্লগ বাদ দেয়া মানে কি পরাজয়কে মেনে নেয়া নয় কি?
জলবায়ুর মত আমাদের ব্লগে পরিবেশের আবহাওয়াও দিন কে দিনেক পরিবর্তন হচ্ছে, আমরাও চাই পরিবর্তন তবে সে পরিবর্তন হোক শুভ’র।
যদিও আজকে ব্লগের পরিবেশ দিবস নয় তারপরেও পরিবেশ দিবসের শ্লোগান ”উত্তপ্ত হচ্ছে ব্লগ, বিদায় নিচ্ছে প্রতিবাদী ব্লগারবৃন্দ-আমাদের ও নোটিশবোর্ডের প্রস্তুতি কি যথেষ্ট” এর সাথে একাত্ম হয়ে ব্লগের সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য যা যা করনীয় তাই করা উচিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।