জাতীয় সংসদের সম্পূরক বাজেটের ওপর আলোচনার প্রথম দিনেই আজ রোববার বিরোধী দলের উপস্থিতিতে সরব ছিল সংসদ। পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত এবং বাজেটের আলোচনায় বিরোধী দলের দুই নারী সাংসদ সৈয়দা আশিফা আশরাফী ও রেহানা আক্তারের আক্রমণাত্মক, অশালীন ও অসংসদীয় শব্দের প্রয়োগে কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে উঠেছিল সংসদ।
বিরোধী দলের সাংসদদের ব্যাপারে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে সরকারি দলের হুইপ আ স ম ফিরোজও সংসদে অসংসদীয় ভাষা ব্যবহার করেছেন।
বিরোধী দলের দুই সাংসদের বক্তব্যের সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী নমনীয় ছিলেন। তবে তিনি সাংসদদের অসংসদীয় বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।
এমনকি রেহানা আক্তারের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পরও তাঁকে দুই মিনিট সময় বাড়িয়ে দেন স্পিকার।
আশিফা আশরাফীর অশালীন বক্তব্যের সময় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বারবার তাঁর মাইক বন্ধ করে দেওয়ার ইঙ্গিত করে স্পিকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। তবে স্পিকার নমনীয় থেকে আশিফাকে পুরো সময় কথা বলার সুযোগ দেন। এ সময় প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত ছিলেন।
এরপর স্পিকার সাংসদদের সতর্ক করে বলেন, অবমাননাকর, অশোভন ও অশালীন বক্তব্য বাতিল করে দেওয়া হবে।
সাংসদদের কার্যপ্রণালি বিধির ২৭০ ধারা অনুসরণ করে বক্তব্য দিতে হবে। আক্রমণাত্মক, অশোভন, কটু ও অসৌজন্যমূলক বক্তব্য দেওয়া যাবে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।