একই অপরাধে শ্রীশান্তের রাজস্থান রয়্যালস সতীর্থ অঙ্কিত চাভানকেও আজীবন নিষিদ্ধ করেছে বিসিসিআই।
তবে স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া রাজস্থান রয়্যালসের আরেক খেলোয়াড় অজিত চান্দিলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
এছাড়া স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকা দুই ক্রিকেটার অমিত সিং ও সিদ্ধার্থ ত্রিবেদীকে যথাক্রমে পাঁচ ও এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
শুক্রবার দিল্লিতে ডিসিপ্লিনারি কমিটির সভা শেষে এক বিবৃতিতে বিসিসিআই জানায়, “বিসিসিআই ও এর সমস্ত অঙ্গসংগঠনের সব ধরণের কার্যক্রম এবং এর আওতাধীন ক্রিকেট থেকে এস, শ্রীশান্তকে নিষিদ্ধ করা হলো। ”
বোর্ডের এই সিদ্ধান্তে ভীষণ বিস্মিত ২৭ টেস্টে ৮৭ উইকেট ও ৫৩ ওয়ানডেতে ৭৫ উইকেট নেয়া শ্রীশান্ত।
টুইটারে তিনি লিখেছেন, “আমি হতবাক। একটি নিউজ চ্যানেলের মাধ্যমে জানতে পারলাম আমি সারা জীবনের জন্য নিষিদ্ধ হয়েছি??!! খুবই অপ্রত্যাশিত। ”
গত মে মাসে আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে শ্রীশান্ত-চান্দিলা-চাভান সহ বেশ কয়েকজন বাজিকরকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ।
এরপর বিসিসিআইয়ের অভ্যন্তরীন দুর্নীতি বিরোধী তদন্ত কমিটি ৩০ জুলাই ছয় হাজার পৃষ্ঠার অভিযোগপত্র জমা দেয়। অভিযোগপত্রে মোট ৩৯ জনকে দোষী সাব্যস্ত করা হয়।
যাদের মধ্যে অপরাধ জগতের ‘খলনায়ক’ দাউদ ইব্রাহিম এবং তার সহকারী ছোটা শাকিলও ছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।