আমাদের কথা খুঁজে নিন

   

"রাজা ও রাজার নীতি" আজ তাদেরকে চেনা যায় ?

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

বর্তমান তত্বাবধায়ক সরকারের বিভিন্ন কর্মকান্ড নিয়ে দেশ বিদেশে আলোচনা সমালোচনা হলেও আমাদের মত সাধারণ জনগণের উপকারের জন্য যে কাজটি করছেন তা হল দেশের সর্বোচ্চ দূনীতিবাজদেরকে চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। আমরা এদেরকেই পছন্দ তালিকায় শীর্ষে রেখে দিনের পর দিন হুজুর হুজুর করেছি আবার নিরপেক্ষ নিজের মতামত দিয়ে এদেরকেই নির্বাচিত করেছি। আমরা চিনেই করি, ভয়েই করি আর প্রভাবিত হই যে শব্দই ব্যবহার করিনা কেন তাদেরকে আমাদের নেতা বানিয়েছি এই শর্তে দেশ ও জাতির কল্যানে। আমাদের ভাগ্যন্নয়নে। যাই হোক অবশেষে স্বাধীনতার বহু বছর পর হলেও আমরা এদেরকে চিনতে পারছি আমাদের প্রকৃত জনগণের বন্ধু রুপে যারা ছিলেন তারাই প্রকৃত এবং বাস্তবিক শত্রু। আজ অজানা অনেক কাহিনী না বলা অনেক গোপন রহস্য উদঘাটন হচ্ছে, সূত্র ধরে এক এক জন বড় বড় নেতা গ্রেপ্তার হচ্ছেন । একবার ভাবুন তো আজ যদি এমন পরিস্থিতি সৃষ্টি না হত তাহলে কি হত আমরা তো আবার এদেরকেই স্বাগতম জানাতাম, ক্ষমতার সিংহাসনে ওদেরকে বসিয়ে দেশ ও জাতির কল্যান উন্নয়নের মেকী বাণী শুনে মুগ্ধ থাকতাম, তাই নয় কি? আমাদের কি হত ? আমরা হয়তবা আগের অবস্থানেই থাকতাম নয়তবা আরো পিছিয়ে যেতাম ! আমাদের সমস্ত অর্জন তাদের প্রাপ্তিকে আরো সমৃদ্ধ করত ! এটাই তো হত এছাড়া আর কি ? আমরা কি আর ভূল করব ? হয়তবা না !!! এটাই প্রত্যাশ্য বিধাতার কাছে এটাই প্রার্থনা !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.