সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com
রিয়েল স্টেট বিজনেসে জড়িতদের সংস্থা রিহ্যাব। এই রিহ্যাবের বাইরেও আরেক রিহ্যাভ আছে। রিহ্যাবিলিটেশন=পুনর্বাসন শব্দটা থেকে এসেছে রিহ্যাব। রিহ্যাবিলিটেশন অনেক ব্যাপক অর্থে ব্যবহৃত হয়।
যুদ্ধ, প্রাকৃতিক কারণ বা অন্র যে কোনো কারণে ঘর থেকে উচ্ছেদ হলেও তাকে পুনর্বাসন করার প্রয়োজন পড়ে। কিন্তু আশপাশে রিহ্যাব বলতে মাদকাসক্তদের নিরাময় ও পুনর্বাসন বোঝানোর জন্য রিহ্যাব শব্দটা ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
রিহ্যাব ব্যাপারটা কিছুদিন আগেও রাখঢাকের ব্যাপার ছিল। কিন্তু কয়েকজন সলিব্রেটি গায়ক ও বুদ্ধিজীবী রিহ্যাব থেকে ফিরে ঘোষণা দেয়ার পর ব্যাপারটা তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। অনেকে রিহ্যাবে যাওয়া আসা শুরু করে।
পরিচিত অনেকেই হাওয়া হয়ে যেতে থাকে, কিছুদিন পর জানা যায় উনি রিহ্যাবে। ফিরে এসে ফ্রেশ জীবন কাটাতে থাকেন। অনেকে আবার নেশাও ধরেন।
মাঝে একজনের সাথে কথা হচ্ছিল। ওনাকে আগে একটু একটু চিনতাম।
মাঝে অনেক দিন দেখি নাই তাই জিজ্ঞেস করলাম, কই আছিলেন। বললেন রিহ্যাবে। এমনভাবে বললেন যে, সেটা ভীষণ গর্বের একটা জায়গা। সেখান থেকে তিনি পিএইডি করে এসেছেন। গর্বের বটে, কারণ তিনি নেশামুক্ত হয়েছেন।
কিন্তু উনি যে নেশা করতেন এইটা আমি জানতাম তা। উনি নেশা করতে পারেন এটা ভাবিও নি কখনও।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।