কদিন আগে রিহ্যাব নেতা আব্দুল আওয়াল ঢাকার বস্তী বাসীদের জন্য ভাল একটি প্রস্তাব করেছেন ।
ঢাকাকে সুন্দর নগরী করতে হলে সরকারের একার পক্ষে তা সম্ভব নয় । আর আমরা আমাদের দেশের দূঃখজনক বাস্তবতা দরীদ্র দের কে হটিয়ে - সরিয়ে দেয়া ঢাকা চাইনা ।
আমরা চাই ধণী গরীব মিলে মিশে পরিচ্ছন্ন একটা ঢাকা ।
অর্থণৈতিক বাস্তবতায়ও বস্তীবাসীরা অপরিহার্য ।
অপরিহার্য্য হচ্ছে সুস্থ, সুন্দর , পরিচ্ছন্নতা আর নিরাপত্তার ।
তিনি বলেছেন বস্তীবাসীদের অধীকাংশই গার্মেন্টস আর নির্মান শ্রমিক ।
কাজেই রিহ্যাব নির্মান শ্রমিকদের আর বিজিএমএ গার্মেন্টস শ্রমিকদের আবাসনের ব্যাবস্থা করলে এই সমস্যা অনেকটা লাঘব হয় ।
বিষযটা বলা যতো সহয় করা তত সহয নয়, তবু এটা বলা যায সরকারী সহযোগীতায় একবার শুরুকরলে এরা তা করার ক্ষমতা রাখে ।
বাকী থাকে রিক্সাওয়ালা, পরিবহণ শ্রমিক আর হকাররা ।
বিশ্বব্যাংক যদি ঢাকার রিক্সাওয়ালাদের জন্য শত শত কোটি বরাদ্দ দিতে পারে তবে তাদের বাসস্থানের জন্যও ফান্ড দিতে পারবে ।
আর সিঠি কর্পোরেশান -বেসরকারী সংস্থা মিলে হকার আর পরিবণ শ্রমিকদের দায়ীত্ব নিয়ে কাজ শুরু করলে
সুনদর ঢাকার এ স্বপ্ন অদূর ভবিষ্যতে বাস্তবে রূপ নেবে ।
জনাব আব্দুল আওয়াল কে এ ধরনের নতুন লাগসই প্রস্তাবনার জন্য ধন্যবাদ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।