আমার ব্যক্তিগত ব্লগ
ম্যাপ ঘাটতে ঘাটতে "জানতে চাই" বের করলো একটা জায়গা যেখানে ওরা আগে জায়নি। আমাদের জন্য তো সবই নতুন। সুতরাং দেখতে সমস্যা নেই। জায়গাটা হলো "ব্ল্যাক স্যান্ড বীচ"। গিয়ে দেখলাম সাগরের পারের বালি কালো রংয়ের। প্রথমে মনে হলো মাঝিরা বুঝি নৌকা রং করতে যেয়ে আলকাতরা বালিতে ফেলেছে। পরে দেখলাম আসলে বালির রংই কালো।
আমার সুন্দর বনের বীচের কথা মনে হলো। ওখানেও আমি কালো বালির বীচ দেখছি। এর চেয়ে অনেক বেশি জায়গা জুড়ে আরো সুন্দর মিহি বালি...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।