আমাদের কথা খুঁজে নিন

   

নোটিশ বোর্ডঃ মুছে যাওয়া বনবাতাসী কি আছে আপনাদের আর্কাইভে?

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

আমার মুছে যাওয়া পোস্টগুলোর মধ্যে বনবাতাসী (১৫ -২০) গুলোর জন্য এখন দারুণ মর্মপীড়া হচ্ছে। কর্তৃপক্ষকে এখনই ফেরত দিতে বলে বিপদে ফেলতে চাই না। কেবল যদি এটুকু বলেন সেগুলো আপনাদের ব্যাকআপে আছে তাহলেই আমি শান্তি বোধ করবো। হয়তো আশায় থাকবো, আজ না হোক কাল অথবা পড়শু অথবা ১ বছর পরে, অথবা দশ বছর পরে অথবা একশ বছর পরে হলেও সেগুলো ফেরত পাবো। ঐ লেখাগুলো না থাকায় নতুন পর্ব শুরু করতে পারছি না। আর লিখতে না পারায় আমি কষ্টে আছি। প্লিজ, আমাকে একটু জানান, মুছে যাওয়া বনবাতাসী আছে আপনাদের আর্কাইভে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।