আমাদের কথা খুঁজে নিন

   

বিষণ্নতার এলিজি: পার্ট - ৩ (১)

"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"

০২.০৫.০৭ নেই প্রথম অথবা দ্বিতীয় কাঁপন এখন অপেক্ষা তৃতীয় কিংবা চতুর্থের আমি জানি প্রথম প্রেমের সেই দহন তাই যাতনা আজ সীমিত মাপের। মন খারাপের রক্তে উড়ে মাছি আমার পেটে ভাত, মাথায় ছাদ তবু কেনো এত অশ্রু, বৈরীতায় প্রতিদিনের খোলামকুচি বাঁচাবাঁচি! বেদনা সাম্পান অসিদ্ধ সম্পর্কে পাহাড়ি ঝর্ণার গতিতে বয় মাথার মধ্যে বিষণ্নতার আবর্তে বনবাসি ঘুম, ঘুণ জেগে রয়। খসে পড়া সম্বন্ধ, ধ্বসে পড়া মানুষ আমি এক পোয়াতি কুকুর যার স্টেশন অজানা, জন্মের ঋণে শুধু বহন করি অমলিন অভিজ্ঞতাটুকু নতমুখে, ভুলে মাখামাখি জট জনারণ্য,আকাশ,পাখি জানুক একা আস্তিনে হুঁকো সময় নিশ্চুপ অলীক জাহাজ দেখাবে নীলাম্বরী রূপ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।