আমাদের কথা খুঁজে নিন

   

বিষণ্নতার এলিজি: পার্ট-২

"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"

২৭.০৪.০৭ অবয়ব রেখে যেতে চায় মানুষ পেইন্টিং এ, মূর্তিতে, নিদেনপক্ষে স্থিরচিত্রে এমনো ধারণা মানুষ জীবন্ত থাকে সন্তানের মাঝে নিজেকে চিরঞ্জীব করার বিবিধ পন্থা মানুষ পালন করে স্বাভাবিকতার দোহাই দিয়ে কেউ বা বলে- এ চক্র অনতিক্রম্য বোধ আজকাল শার্সির মতো কিছু টোকা লাগলেই ভেঙ্গে পড়ে, চুর চুর গুঁড়ো জীবনের সঞ্চয় খুঁদকুঁড়ো মানবিক সম্বন্ধের চাষবাস নিয়ে বেঁচে থাকার এই যে কাঙ্‌ক্ষা কেন যে ভাবতে পারি না পলকা! জৈবিক চক্রে যদি টানি যতি কি হবে, কোথায় কতটুকু ক্ষতি? আমার প্রার্থনা, আমার আর্তি - ভুল আইনী সম্পর্কে ছড়াবো না এক শস্য দানাও যতই বাড়ুক তোমাদের মনকাননে গ্লেসিয়ার আমার জমাট আঁধার, নগ্ন অপরাধ হোক শুধুই আমার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।