আমি বলছি যাব যাব, ঘর বলছে না; অবাধ্য সেই দুয়ার আমার, আটকে রাখে পা...
ব্লগে এখন চলছে গল্প লেখার মহোৎসব। বামে গল্প, ডানে গল্প, উত্তরে গল্প, দক্ষিনেও ঠিক তাই। গল্পের ঠেলায় ব্লগে হাঁটা দায়। শিয়াল কাহিনীর কথা মনে পড়ে গেল। ঐযে, এক লেজহীন শিয়াল যেভাবে বুদ্ধি খরচা করে বেবাক শিয়ালের লেজ কাটিং করলো।
নি:স্বন্দেহে এটা একটা ফালতু আওয়াজ, ঠিক যেভাবে বেরিবাঁধ ভেঙ্গে গেলে ৮/৯টা গ্রাম প্লাবিত হয়। গল্পকারদের একটা জিনিসের তারিফ করতেই হয়। তাদের ধৈর্য্য আছে, ধৈর্য্য এবং সময়। তাও যদি সেসব খাওয়ার মত হতো. . . ভারতীয় নাটক সিরিয়ালের মত যত্তোসব আজগুবি কাহিনীতে ভরা গল্পগুলো। কাউয়্যা কাহিনী থেকে শুরু করে ল্যাদা কাহিনী কোনটাই বাদ যাচ্ছে না।
গপ্প লিখে মানুষগুলো হাত কষলাতে কষলাতে ভাবে, কেমুন জব্বর একখান গল্প লিখিলুম বাহে! মানুষ দিকি কমেন্টে ভরায়ে দিচ্ছে বেবাক!
আমি নিরস মানুষ। সব লেখা পড়ার চেষ্টা করি, সময় হাতে থাকলে। কিন্তু প্রস্তুতিহীন এইসব ফালতু প্রচেষ্টা অসহ্য লাগতাছে।
: লেখকবৃন্দ আমার প্রতি হামলে পড়িবার আগে নিজেদের একটু ঝালাই দেন।
: নিজের বাস্তব জীবনটা নিয়ে অনেক মানুষই সুন্দর করে গল্প লিখতে পারে, সে ক্ষমতা তাদের আছে, কিন্তু গল্পের গতিপথ আর গন্তব্য না জেনে লেখা নিজের অজ্ঞতাকে উন্মুক্ত করে।
: তাদের লিখতে নিষেধ করছি না, তারা লিখুক তবে হাতে সময় নিয়ে। ছাগলের লাদার মত ফরফর করে গল্প লিখে পরিচিত হওয়া যায়, খ্যাতি লাভ দিল্লিতে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।