আমাদের কথা খুঁজে নিন

   

ধাঁধা ৭: জেল পালাও

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

[এটা একটু সহজ ধাঁধা, হয়ত অনেকেই শুনেছেন] জেলের চারজন কয়েদীকে চোখ আর হাত বেঁধে একটা রুমে নিয়ে আসা হয়েছে। এদের সবার গায়ে সাদা-কালো চেকের পোষাক, কিন্তু দুজনের মাথায় সাদা টুপি, আর দুজনে কালো টুপি। ধরুন, রুমে একটা পার্টিশন আছে যেটার কোন একপাশ থেকে অন্যপাশে কিছুই দেখা যায়না। চারজন কয়েদীর একজনকে পার্টিশনের একপাশে নিয়ে আসা হবে, বাকী তিনজনকে অন্য পাশে 'একজনের পেছনে আরেকজন' এভাবে লাইন ধরে দাঁড় করানো হবে। তারপর চোখের বাঁধন খুলে দেয়া হবে।

এরা শুধু সামনের দিকে তাকাতে পারবে, কারও সাথে কেউ কথা বলতে পারবেনা, ইশারা ইঙ্গিতও করতে পারবেনা। রুমে কোন আয়না বা প্রতিফলক কিছুই নেই। তো জেলার এসে তাদের চারজনকেই উদ্দেশ্য করে বললেন, 'তোমাদের মধ্যে দুজনের মাথায় সাদা টুপি, দুজনের কালো টুপি। এখন, কেউ যদি বলতে পার নিজের মাথার টুপিটি কি রঙের, তাহলে তাকে ছেড়ে দেব। আর কেউ যদি না বলতে পার, তাহলে সবাইকে আরও একবছর সাজা বাড়িয়ে দেব।

দশ মিনিট সময় দেয়া হলো। বুঝলে সাথে সাথে আমাকে বলবে যে বুঝেছ, উততর বলার দরকার নেই। ' আপনি যদি এদের একজন হন, তাহলে কোন পজিশনটা প্রেফার করবেন? ক. পার্টিশনের ঐ পাশের একজন খ. পার্টিশনের এই পাশের তিনজনের লাইনের প্রথম জন গ. পার্টিশনের এই পাশের তিনজনের লাইনের দ্বিতীয় জন ঘ. পার্টিশনের এই পাশের তিনজনের লাইনের তৃতীয় জন কেন? বিঃদ্রঃ চার কয়েদীই স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।