[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
সেই সকাল থেকে খুঁজছি , কি যেন, ঠিক বুঝতে পারছিলাম না। সকালে ঐ যে আকাশে সূর্য আর মেঘ সৌন্দর্য প্রতিযোগীতার রিহার্সাল দিচ্ছিল তখন থেকেই শুরু হয়েছে খোঁজার পালা।
মনে হয় খুঁজছি উপাত্ত, লেখার মতো কিছু একটা। একটা ঘটনার প্লট। মেঘের সাথে গোপনে চুমুর পর্ব শেষ করেই সূর্য যখন নিত্য দিবার দায়িত্ব পালনে উপরে উঠে রৌদ্র নিক্ষেপ শুর করল তখনই মনে হলো খুঁজে পেতেই হবে কিছু একটা, ব্যতিক্রম।
ভাবতে ভাবতে ট্রেনের লাইন কি আর এক ট্রাকে থাকে , কেবলই এদিক ওদিক বেঁকে যায়।
ভাবনাই বলে দিল সূর্যের তেজ কেনো বেড়েছে এত। নিশ্চিত তার মনে আজ চরম আনন্দ অথবা চরম কষ্ট।
তাইতো আমারও চাই চরম, চরম কিছু একটা , তাই সে আনন্দ হোক অথবা কষ্টই। কিন্তু পড়ে আছি মেন্দা মারা বায়ুশূণ্যতায়।
চরমের জন্য দ্বিতীয় কোন প্রাণের আবির্ভাব হবে না তো পাশে। মনে সীসার প্রলেপ দিয়ে ভেবেছি গড়েছি পাষাণ মন, হয়েছি ভিন্ন। আসলে মোটেও না । নিজের ফাঁদে আটকা পড়েছি নিজেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।