আমাদের কথা খুঁজে নিন

   

ফান্দে পড়িয়া বগা কান্দে রে...

আজ ও নিজের মাঝে অসাধারণের ছাপ খুঁজে বেড়াই কিন্তু প্রতিবারই নিজেকে খুব সাধারনরুপে আবিষ্কার করি । মন্দ কি ভালই তো আছি । [এই মাত্র ঘটে যাওয়া একটি সত্যি ঘটনার আলোকে ] অনেকক্ষণ থেকে ফেসবুকে বসে আছি । বিরক্তির মাত্রা বেড়ে যাওয়ায় বেরিয়ে পরব ভাবছি তখনি এক জানেজিগরি দোস্তের স্ট্যাটাসে চোখ আটকে গেল "বান্দরবন যাওয়ার প্ল্যান হইতেছে!! :এক্স ২ দিন ২ রাত, থাকা খাওয়া সব বাইরে!! বি একটিভ এবাউট আওয়ার প্ল্যান! :/" মুহূর্তেই যেন সজীবতা ফিরে পেলাম। ২৩ তারিখ সেমিস্টারও খতম হইয়া যাইতেছে মনটাও ততক্ষনে আনন্দের জোয়ারে ভাসতে শুরু করে দিয়েছে!!! সাথে সাথেই শালার স্ট্যাটাসে কমেন্টের বন্যা বইয়ে দিলাম ।

সাথে যোগ দিল অন্য হারামিগুলাও । জানতে পারলাম ডেট ফিক্স হয়েছে ২৫ তারিখ । ইতিমধ্যে নাকি ৫ জন শিউর যাচ্ছে বলে বার্তাসংস্থায় খবর পেলাম!শেষ খবর পাওয়া পর্যন্ত পারহেড খরচ ধরা হয়েছে ১৫০০ টাকা!!!পরবর্তী বুলেটিন অতি শিঘ্রই আপডেট করা হবে । আম্মাও বেশ কদিন ধরে বলছিল কোথা থেকে ঘুরে আসতে । তাই মোটামুটি আশাবাদি ছিলাম ।

তবুও ফর্মালিটি পূরণ করার জন্য মনের আনন্দে নাচতে নাচতে আম্মাজানকে ফোন দিলাম । সবকিছুই ঠিকঠাকমত চলছিল । কিন্তু যেই না বান্দরবন যাওয়ার কথা বললাম আম্মাজান তো রেগেমেগে আগুন!!!!!!!!!আমিতো পুরাই বেকুব বনে গেলাম !অনেক বোঝানোর চেষ্ঠা করলাম । উল্টো আমাকে হাজারটা ঝাড়ি শুনিয়ে দিল । তার কথা একটাই এই হরতালের বাজারে আমাকে কোথাও যেতে দিবে না ।

একেবারে ১৪৪ ধারা জারি করে দিয়েছে!!!এতদিন কেন যাই নাই সেটা নিয়েও একচোট দিতে ছাড়ে নাই । শেষ পর্যন্ত নিজের প্রেসারের কথা বলে ইমোশনালি ব্লেকমেইলও করে ফেলল । তবুও যদি এহেন পরিকল্পনা থেকে পিছু না হঠি তাহলে হেডঅফিস(বাপের)থেকে সমন জারি করার হুমকিও দিয়ে দিল!!!পুরাই একটা বাঁশমারা খাইলাম । আমার অবস্থা এখন এমন যে গার্লফ্রেন্ডে ছ্যাঁক দিলেও মানুষ এত কষ্ট পায় না । এই মুহূর্তে আওয়ামিলীগ আর বিএনপি রে মন থাইক্কা এক বোতল অভিশাপ দিমু ভাবতাছি ।

তবে কিঞ্চিত ভয়ও পাইতেছি কখন আবার পুলিশের গাড়ি আইসা বাসার সামনে হর্ন বাজানো শুরু করে!!!  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.